বাংলাদেশ ক্রিকেট দলের দিকে তাকালে ফিল্ডিংয়ের কঙ্কাল চিত্রটা ফুটে ওঠে। টি-২০ বিশ্বকাপ থেকে দেখলে টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ কিংবা দলীয় অধিনায়কের সবচেয়ে চিন্তার জায়গা ওই ফিল্ডিং। সর্বশেষ আফগানিস্তান সিরিজেও কাটিয়ে ওঠা যায়নি ওই সমস্যা।

টি-২০ বিশ্বকাপে ক্যাচ মিসের মহড়া নিয়ে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ বলেছিলেন, উচ্চতা বেশি হওয়ার কারণে দ্রুত বল চলে আসে। সেজন্য ক্যাচ ধরতে অসুবিধা হয়। যদিও তিনি বিষয়টি অজুহাত নয় বলেও উল্লেখ করেন। তবে ওই উচ্চতার সঙ্গে অন্য দল মাটিয়ে নিতে পারলে বাংলাদেশ কেন নয় ওই প্রশ্নও ছিল।

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ওয়ানডে অধিনায়ক তামিম জানিয়েছেন, দলের ব্যাটিং-বোলিং নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন। তবে ফিল্ডিং নিয়ে ভাবনায় আছেন। দলের ওই একটা জায়গা যেখানে নির্ভরতা অর্জন দরকার বলে মত দেন তিনি। তামিম জানান, আফগান সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা রাজিন সালেহ বিষয়টি নিয়ে অনেক কাজও করেছেন।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ওই ফিল্ডিং দুশ্চিন্তা নিয়ে কথা বলতে হলো টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোর। সেঞ্চুরিয়ানে বাংলাদেশ দুটি ও জোহানেসবার্গে খেলবে একটি ওয়ানডে ম্যাচ। দুই স্টেডিয়ামের উচ্চতাই চিন্তায় ফেলছে কোচকে। তার মতে, উচ্চতা ক্যাচ ধরার ক্ষেত্র বিপদে ফেলতে পারে দলকে।

সংবাদ মাধ্যমকে বুধবার ডমিঙ্গো বলেছেন, ‘ফিল্ডিং যেখানেই কর, নিউজিল্যান্ড বা বাংলাদেশে বল তো একই। তোমাকে ক্যাচ ধরতেই হবে। অবশ্য এখানে উচ্চতা একটু বেশি। বল দ্রুত যায়। এটা বড় কোনো পার্থক্য তৈরি করবে বলে মনে হয় না।’