- খেলা
- চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল: ড্র’র সূচি ও নিয়ম
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল: ড্র’র সূচি ও নিয়ম

ছবি: ফাইল
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় লেগ শেষ হয়েছে। আট দলের কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে। লা লিগা জায়ান্ট রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। আছে বায়ার্ন মিউনিখ।
প্রিমিয়ার লিগের সর্বশেষ ফাইনালিস্ট ম্যানসিটি-চেলসির সঙ্গে দুই মৌসুম আগের চ্যাম্পিয়ন লিভারপুল আছে শেষ আটে। চমক দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ভিয়ারিয়াল ও বেনফিকা। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় হবে শেষ আটের ড্র।

এবারের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ড্র’র নিয়মে এসেছে ছোট্ট পরিবর্তন। এর আগে নিয়ম ছিল একই লিগে খেলা দল দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে পারবে না। এবার ওই নিয়ম নেই। সুতরাং ম্যানসিটি-লিভারপুল যেমন মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। তেমনি রিয়াল মাদ্রিদ-অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হতে পারে।
অর্থাৎ উন্মুক্ত ড্র অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১২ ও ১৩ এপ্রিল। এরপর ২৬ ও ২৭ এপ্রিল হবে সেমিফাইনালের প্রথম লেগ। ৩ ও ৪ মে দ্বিতীয় লেগের মধ্য দিয়ে চূড়ান্ত হবে ফাইনালে খেলা দলের নাম। ফ্রান্সে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে।
মন্তব্য করুন