- খেলা
- ভারতকে দেখে পিচ বানানো শিখতে বললেন আকিভ জাভেদ
ভারতকে দেখে পিচ বানানো শিখতে বললেন আকিভ জাভেদ

ছবি: টুইটার
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ঘরের মাঠের সিরিজ সবুজের গালিচা পাতা উইকেটে আয়োজন করে। এশিয়ার দল পেলে ওই সবুজে পেস-বাউন্সের গোলা ছুড়ে সহজ জয় তুলে নেওয়ার জোর চেষ্টা চালায়। ভারত-শ্রীলংকা সফরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া আসলে তারাও ছেড়ে কথা বলে না। খটখটে স্পিন উইকেট দিয়ে ঘায়েল করার চেষ্টা করে।
কিন্তু অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরে দেখা গেছে ভিন্ন চিত্র। রাওয়ালপিন্ডি ও করাচিতে দুই টেস্ট অনুষ্ঠিত হয়েছে। দুটিই ড্র হয়েছে। পিন্ডি টেস্টে বোলাররা কিছুই করতে পারেননি। তবে করাচিতে হারের শঙ্কায় পড়ে শেষ পর্যন্ত টেস্ট বাঁচিয়েছেন আব্দুল্লাহ শফিক, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

ওই দুই টেস্টের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক পাকিস্তান ক্রিকেটার আকিভ জাভেদ। তার প্রশ্ন, অস্ট্রেলিয়ার মতো দল পাকিস্তানে এসেছে। ঘরের সুবিধা নিতে পাকিস্তান কেন স্পিন সহায়ক উইকেট বানালো না? তিনি ভারতীয় কিউরেটরদের থেকে কীভাবে উইকেট বানাতে হয় ওই দীক্ষাও নিতে বললেন।
আকিভ জাভেদ বলেন, ‘বেশি দূরে যেতে হবে না। ভারতীয় কিউরেটরদের দেখে শিখুন। কীভাবে তারা স্পিনে কর্তৃত্ব করতে মুম্বাই, ব্যাঙ্গালুরু ও চেন্নাইয়ে বল টার্ন করে এমন উইকেট বানায়। আমি সত্যিই বিস্মিত হয়েছি, আমাদের স্পিনাররা সহায়তা পান এমন কোন উইকেট এখনও পাকিস্তানের কিউরেটররা বানাতে পারেননি।’
মন্তব্য করুন