ওয়ানডে র‌্যাংকিংয়ে সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে শীর্ষস্থান দখলে নিয়েছেন বাবর আজম। এরপর টি-২০ র‌্যাংকিংয়ে রানের বান ডাকিয়ে ছাড়িয়ে গেছেন বিরাটকে। হয়েছেন র‌্যাংকিং সেরা। এবার টেস্ট র‌্যাংকিংয়ে ‘মোঘর ই আজম’ খ্যাত ‘সম্রাট বাবর’ ছাড়িয়ে গেলেন তিন ফরম্যাটে নেতৃত্ব ছেড়ে দেওয়া বিরাটকে।

আইসিসির সর্বশেষ ঘোষিত র‌্যাংকিং অনুযায়ী, টেস্টে এক ধাপ এগিয়ে অষ্টম অবস্থানে উঠেছেন পাকিস্তানের টেস্ট, ওয়ানডে ও টি-২০ অধিনায়ক বাবর। অন্য দিকে বিরাট কোহলি ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই  টেস্টেও প্রত্যাশিত রান পাননি। তিনি চার ধাপ নেমে নবম অবস্থানে চলে গেছেন।

বাবর আজম ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দুই টেস্টেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। এর মধ্যে প্রথম টেস্টে ফিফটির দেখা পান তিনি। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ব্যাটারের ব্যাট থেকে আসে ক্যারিয়ার সেরা ১৯৬ রানের ইনিংস। ওই ইনিংস খেলে অজিদের বিপক্ষে টেস্ট বাঁচিয়েছেন ডানহাতি ব্যাটার।

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন অজি ব্যাটার মার্নাস লাবুশানে। জো রুট আছেন দুইয়ে। এরপর স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্টে শেষ ইনিংস সেঞ্চুরি করা লংকান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে তিন ধাপ এগিয়ে সেরা পাঁচে ঢুকেছেন। বোলিং র‌্যাংকিংয়ে প্যাট কামিন্স এক ও রবিশচন্দন অশ্বিন আছেন দুইয়ে। জাসপ্রিত বুমরাহ ছয় ধাপ এগিয়ে চারে ঢুকেছেন।