- খেলা
- শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রোটিয়ার বিপক্ষে কিউইদের হার
শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রোটিয়ার বিপক্ষে কিউইদের হার

নারী বিশ্বকাপে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট সংখ্যায় অজিদের ছুয়ে ফেলল দক্ষিণ আফ্রিকা। তবে নেট রান-রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার হ্যামিল্টনে ২ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে ৩ বল হাতে রেখে পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬ রানে ওপেনার বেটিসের উইকেট হারায় স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে এমেলিয়ার সঙ্গে ৮১ রানে জুটি গড়েন সোফি। এমেলিয়া ব্যাক্তিগত ৪২ রানে আউট হলেও অর্ধশতক হাকান সোফি। দলীয় ১৯৮ রানে সোফি ব্যক্তিগত ৯৩ রানে আউট হওয়ার পর মাত্র ৩০ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারিয়ে ২২৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাটিংয়ে নেমে লউরা এবং সুনের অর্ধশতকে দুই উইকেটে দেড়শোর কোট পার হওয়ার পরও মিডল আর লোয়ার অর্ডারের ব্যর্থতায় হারের শঙ্কায় পরে প্রোটিয়া নারীরা। শেষের দিকে মারিজানের ৩৫ বলে অপরাজিত ৩৪ রানের সুবাদে তিন বল হাতে রেখে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
৪ ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহে রয়েছে ৮ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাও ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট পকেটে পুরেছে। তবে তারা রয়েছে লিগ টেবিলের দুই নম্বরে। ভারত আগের মতোই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। ৪ ম্যাচে মিতালিদের সংগ্রহ ৪ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও আপাতত লিগ টেবিলের চার নম্বরে নিজেদের জায়গা ধরে রাখে নিউজিল্যান্ড। তারা ৫ ম্যাচে সংগ্রহ করেছে ৪ পয়েন্ট।
মন্তব্য করুন