
এএইচএফ কাপ হকিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ। টানা ৩ বার এই টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব নিজেদের দখলে রেখেছে আশরাফুল আলম, সোহানুর রহমান সবুজরা। টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য এবার লাল সবুজদের।
এবারের আসরেও দুর্বার গতিতে ছুটছে সারোয়ার হোসেনের দল। নিজেদের চতুর্থ ম্যাচে ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে এর আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছেন আশরাফুল-সবুজরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।
এএইচএফ কাপ হকির এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৩ গোল করেছে বাংলাদেশ। বিপরীতে হজম করেছে মাত্র ৬ গোল। প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে সারোয়ার হোসেনরা ইরানের বিপক্ষে জয় পেয়েছে ৬-২ গোলের বড় ব্যবধানে।
মন্তব্য করুন