- খেলা
- আইপিএল তারকাদের ছাড়াই প্রোটিয়া টেস্ট দল ঘোষণা
আইপিএল তারকাদের ছাড়াই প্রোটিয়া টেস্ট দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ঘোষিত এই স্কোয়াডে নেই আইপিএলে দল পাওয়া কোন ক্রিকেটার। দলে নতুন মুখ খায়া জোন্ডো, রায়ান রিকেলটন ও ড্যারিন ডুপাভিলন।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই আইপিএলের উদ্দেশে দেশ ছাড়বেন কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি, মার্কো জ্যানসেন, এইডেন মার্করামরা। খেলবেন না দুই টেস্টের সিরিজ। টেস্ট দলের নিয়মিত আট ক্রিকেটার ছাড়া অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েই টেস্ট খেলবে প্রোটিয়ারা। আইপিএলের সঙ্গে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চুক্তি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ছাড়পত্র পেয়েছেন তারকা ক্রিকেটাররা।
ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ডারবানে। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড
ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), ড্যারিন ডুপাভিলন, সারেল আরউই, সিমন হার্মার, কেশব মহারাজ, উইয়ান মাল্ডার, ডুয়াইন অলিভিয়ের, কিগান পিটারসেন, রিয়ান রিকেলটন, লুথো সিপামলা, গ্লেনটন স্টারম্যান, কাইল ভেরেইন্নে, লিজাড উইলিয়ামস ও খায়া জন্দো।
মন্তব্য করুন