দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ খেলা বরাবরই কঠিন। পাঁচ বছর আগের সফরেও ভালো করতে পারেনি বাংলাদেশ। জয়ের সম্ভাবনাও তৈরি করতে পারেনি। তবে এবারের চিত্রটা হতে পারে ভিন্ন। বাংলাদেশ দল অভিজ্ঞ। ওয়ানডে ফরম্যাটে বদলে যাওয়া এক দল। সঙ্গে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার হারিয়ে দক্ষিণ আফ্রিকা কিছুটা ব্যাকফুটে।

তারপরেও ঘরের মাঠ বিধায় বাংলাদেশের বিপক্ষে কন্ডিশনের দিকে এগিয়ে থাকতে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে প্রোটিয়ারা বরাবরই অপ্রতিরোধ্য। বিশেষ করে উপমহাদেশের দলগুলোকে দক্ষিণ আফ্রিকায় খেলতে গেলে দিতে হয় কঠিন পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা তবুও বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ। সেঞ্চুরিয়নে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে টেম্বা বাভুমার দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, 'আমরা ওদের খাটো করে দেখছি না। হ্যাঁ, ওদের হয়তো ভারতের মতো বড় নামের ক্রিকেটার নেই। তবে ওদের দলে ম্যাচ জেতানোর মতো ক্রিকেটার আছে। আমরা একটুও ছাড় দেব না। ওদের দলে অভিজ্ঞতা আছে।'

সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। এই সিরিজেও তারাই ফেভারিট, তা মেনে নিলেন বাভুমাও। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এগিয়ে থাকবে কন্ডিশনের দিক দিয়ে। প্রোটিয়া অধিনায়ক বলেন, 'কন্ডিশন অবশ্যই আমাদের সাহায্য করবে। এটাই সত্যি। আমরাও সুবিধাটা নিতে চাইব। এখানকার উইকেটে গতি থাকবে, বাউন্স থাকবে।'

বাংলাদেশের পেস বোলিং লাইনআপ এখন অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও সমীহ জাগানিয়া। বাভুমাও সমীহ করলেন মোস্তাফিজ, তাসকিন, শরিফুলদের, 'বাংলাদেশ ভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এই কন্ডিশনে কাজে লাগানোর মত ফাস্ট বোলার ওদের আছে। ওদের এমন ব্যাটার আছে যারা শর্ট বল ভালো খেলে। আমরা ওদের হালকাভাবে নেব না। আমরা জানি ওদের হারাতে হলে আমাদের ভালো করতে হবে।'

২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তাই বাংলাদেশকে হালকাভাবে দেখার সুযোগ নেই তাদের। এছাড়াও আইসিসি ওডিআই সুপার লিগে নিজেদের অবস্থান সুসংহত করার চ্যালেঞ্জ আছে প্রোটিয়াদের সামনে। ১০ ম্যাচে তাদের জয় মাত্র তিনটি।