ঘরের মাঠে গ্যালাতাসারের শুরুটা ভালো করেও ছন্দ ধরে রাখতে পারেনি। ঘুরে দাঁড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা। তুরস্কের ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের দল। ক্যাম্প ন্যুয়ে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।

প্রথম লেগ ড্র হওয়ায় ফিরতি লেগে দুই দলেরই জয়ের বিকল্প পথ ছিল না। সে লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল গ্যালাতাসারে ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। চিচালদাওয়ের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কাও। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৩৯ মিনিটে পেদ্রির দারুণ গোলে সমতায় ফেরে জাভির দল। সমতায় ফিরে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে দলীয় প্রচেষ্টায় ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গোল করেন পিয়েরে এমরিক অবামেয়াং। শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর ঘুরে দাঁডাতে পারেনি গ্যালাতাসারে

শুক্রবার সন্ধ্যায় হবে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র। বার্সেলোনা ছাড়াও শেষ আটে ওঠা অন্য দলগুলো হলো আটলান্টা, রেঞ্জার্স, ব্রাগা, ফ্রাংকফুট, ওয়েস্ট হ্যাম ও অলিম্পিক লিওন।