- খেলা
- ডিপিএলে আজ শতকের মেলা
ডিপিএলে আজ শতকের মেলা

ডিপিএলে আজ শতকের মেলা। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ চলছে। এক মাঠে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলছে প্রাইম ব্যাংক। পাশের মাঠে শেখ জামাল লড়ছে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। দুই ম্যাচে ইতোমধ্যে তিন শতক দেখে ফেললো ডিপিএল।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে রানের ফোয়ারা ফুটিয়েছেন বিজয়-নাসির। দুজনের জোড়া সেঞ্চুরিতে ৪২ ওভারে ৩ উইকেটে ২৬৫ রান তুলে ফেলেছে প্রাইম ব্যাংক। ১০৮ বল খেলে এনামুল তাঁর লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৩তম শতক স্পর্শ করেছেন। শেষ পর্যন্ত ১২৫ বল খেলে ১২৭ রান করে ফরহাদ রেজার বলে আউট হন এনামুল। ৮টি চার ও ৮টি ছক্কায় সেজেছে এনামুলের ইনিংস। এর ৫ ওভার পরেই নাসির হোসেন বিজয়ের পথে হাঁটেন। ১০০ বলে পূর্ণ করেন তার সেঞ্চুরি।
নাসিরের শতকের ইনিংসে চারের মার ছিল ১৩টি আর ছয় ২টি। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১০৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন।
পাশের মাঠে শেখ জামালের হয়ে তিনে খেলতে নামা ইমরুল কায়েসও শতকের দেখা পেয়ে গেলেন। ১২৭ বলে লিস্ট 'এ' ক্যারিয়ারের ১১তম শতক স্পর্শ করেন এই বাঁহাতি। সাজঘরে ফেরার আগে ১৩৯ বলে ১২২ রান করেন ইমরুল। ১৩টি চার ও ১টি ছক্কা ছিল ইমরুলের ইনিংসে।
মন্তব্য করুন