আইপিএলের আগে মার্ক উডকে নিয়ে দুঃসংবাদ পেলো নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। কনুইয়ের চোটের কারণে এই মৌসুমে খেলতে পারবেন না ইংল্যান্ডের এই পেসার। আইপিএলের নিলামে সাড়ে ৭ কোটি টাকা দিয়ে উডকে কিনেছিল নতুন এই ফ্রাঞ্চাইজিটি। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল।

গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে গিয়ে চোট পান উড। এটাই তার আইপিএলে অংশ নেওয়ায় বাধা হল। ইংলিশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে উডের সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে লখনৌ জানতে পেরেছে, টুর্নামেন্ট চলাকালে বোলিং করতে পারবেন না ইংলিশ পেসার। তার স্থলাভিষিক্ত হিসেবে ফ্র্যাঞ্চাইজি কারো নাম ঘোষণা করেনি এখনো।

এবারের নিলামে উডের জন্য ঝাঁপিয়েছিল বেশ কয়েকটি দল। শেষ পর্যন্ত তাকে সাড়ে ৭ কোটি টাকা দিয়ে কেনে লখনৌ উডকে নেওয়ার পরে দলের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি।