- খেলা
- টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সেঞ্চুরিয়নের মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা। বাংলাদেশ সময় বিকেল ৫টায় ম্যাচটি মাঠে গড়াবে।
২০১৯ বিশ্বকাপের পর তামিম-সাকিবদের মুখোমুখি হয়নি দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে বাংলাদেশ জয় পেলেও পরিসংখ্যানে অনেক এগিয়ে প্রোটিয়ারা। হেড টু হেড ২১ ম্যাচে ১৭টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে বাংলাদেশের জয় ৪টিতে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ৩ ফরম্যাট মিলিয়ে গত ২০ বছরে মোট ১৯ ম্যাচ খেলে সবকটা হার দেখলেও এবার ইতিহাস বদলাতে বদ্ধপরিকর সফরকারীরা। তবে নিজেদের মাটিতে দুর্দান্ত প্রোটিয়াদের হারাতে হলে স্বাগতিক পেসারদের গতি ও বাউন্সের দাপটের সঙ্গে লড়তে হবে।
সিরিজ শুরুর আগে প্রেস ব্রিফিংয়ে তামিম বলেছেন, 'দক্ষিণ আফ্রিকায় আমাদের সব সফরই কঠিন ছিল। আমরা সেই ভাগ্য পরিবর্তন করতে চাইছি এবং তা করার জন্য আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং সাহসী হতে হবে।'
এই ম্যাচের ভেন্যু ঐতিহাসিকভাবেই ব্যাটারদের পক্ষে। এই ভেন্যুতে শেষ ১০টি ওয়ানডে ইনিংসের গড় মোট ২৪৬ রানের বেশি। তবে তামিম বলেছেন, খেলোয়াড়রা মাঠে ভালো না খেললে পরিসংখ্যান কিছুই না।
বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ইতিহাস বলে এটা ব্যাটারদের জন্য ভালো জায়গা। তবে মূল কথা হলো মাঠে ভালো খেলা। এই সত্য আমাদের মনে রাখতে হবে। তারা আমাদের ওপর সব দিক থেকে আক্রমণ করবে। তাই আমাদের এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকতে হবে। বিশ্বকাপে আমরা তাদের হারিয়েছি। এই অবস্থায় ভালো না করার কোনো কারণ নেই। আমাদের একটা ভালো শুরু করতে হবে।'
দুই দলই আজ নিজেদের সম্ভাব্য সেরা একাদশটি নামিয়েছে। কারণ, ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত। বাংলাদেশ চাইবে এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে নিজেদের জায়গা আরও শক্ত করতে। অন্যদিকে, ১০ ম্যাচে ৩ জয়ে দশম স্থানে প্রোটিয়ারা। তারা চাইবে ম্যাচ জিতে টেবিলে এগোতে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কাইল ভেরেইনা, জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়া, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি।
মন্তব্য করুন