- খেলা
- যে কারণে খেলছেন না ডি কক
যে কারণে খেলছেন না ডি কক

ছবি: ফাইল
সেঞ্চুরিয়ানে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তামিম ইকবালের দল শুরুতে ব্যাটিং করবেন।
শুরুর এই ওয়ানডে ম্যাচেই দক্ষিণ আফ্রিকার একাদশে আছে চমক। দলটির সেরা ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক নেই একাদশে। অভিজ্ঞ এবং দলের সেরা এই পারফরমারের জায়গায় দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার কাইল ভারায়েনে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) এক বিবৃতি দিয়ে ডি ককের না খেলার কারণ হিসেবে জানিয়েছে, ডি ককের সাম্প্রতিক অসুস্থতার কারণে তাকে ধীরে ধীরে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া চলছে। তার শারীরিক অবস্থা বোর্ডের মেডিকেল টিম পর্যবেক্ষণ করছেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে তার ফিটনেস দেখে খেলার বিষয়ে সিদ্ধান্ত হবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভারাইনে, জানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রেসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেকুকাও, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, মার্কো জেনসেন, লুঙ্গি এনগিডি।
মন্তব্য করুন