- খেলা
- দ্রুত তিন উইকেট হারানোর পর সাকিবের দৃঢ়তা
দ্রুত তিন উইকেট হারানোর পর সাকিবের দৃঢ়তা

ছবি: এএফপি
সেঞ্চুরিয়ানে টস জিতলে বোলিং অনুমিত সিদ্ধান্ত। ভুল করেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরুয় ৯৫ রান যোগ করেন তামিম-লিটন। এরপর দ্রুত তিন উইকেট হারানো দলকে টানছেন সাকিব।
বাংলাদেশ ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা সাকিব ৪৪ রান করে খেলছেন। তার সঙ্গী ইয়াসির রাব্বি করেছেন ২০ রান।
এর আগে তামিম ফিরে গেছেন ৪১ রানে। অন্য ওপেনার লিটন ৫০ করেই বোল্ড হন। এরপরই মুশফিক ফিরে যান ৯ রান করে। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশ ঘরের মাঠে খেলা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল নিয়েই নেমেছে। তবে ফিটনেস জটিলতার কারণে দক্ষিণ আফ্রিকার দলে নেই ওপেনার কুইন্টন ডি কক। তার জায়গায় খেলছেন কাইল ভারায়েনে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভারাইনে, জানেমান ম্যালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রেসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেকুকাও, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, মার্কো জেনসেন, লুঙ্গি এনগিডি।
মন্তব্য করুন