- খেলা
- 'ব্ল্যাক লাইভস ম্যাটার' সমর্থনে টাইগাররা
'ব্ল্যাক লাইভস ম্যাটার' সমর্থনে টাইগাররা

প্রথম ওয়ানডে শুরুর আগে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনে সংহতি জানালো বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডে শুরুর আগে দুই দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা হাঁটু গেড়ে বসে ও এক হাত তুলে একাত্মতা জানান বর্ণবাদ বিরোধী এই আন্দোলনের সঙ্গে।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সাউথ আফ্রিকা। এই ম্যাচে বাংলাদেশকে হাতছানি দিচ্ছে ইতিহাস গড়ার। কেননা এই ম্যাচে জয়ের দেখা পেলে প্রথমবারের মতো সাউথ আফ্রিকার মাটিতে জয়ের দেখা পাবে লাল সবুজের জার্সিধারীরা।
আফগানিস্তানের বিপক্ষের শেষ ওয়ানডের একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পেস বান্ধব উইকেটে তিন পেসার নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে সফরকারী বাংলাদেশ। অন্যদিকে, ৪ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক দল। দুই ফাস্ট বোলার কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডির সঙ্গে আছেন মার্কো জানসেন ও আন্দিলে ফেলুকোয়েও।
২০১৯ বিশ্বকাপের পর তামিম-সাকিবদের মুখোমুখি হয়নি দক্ষিণ আফ্রিকা। সে ম্যাচে বাংলাদেশ জয় পেলেও পরিসংখ্যানে অনেক এগিয়ে প্রোটিয়ারা। হেড টু হেড ২১ ম্যাচে ১৭টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে বাংলাদেশের জয় ৪টিতে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ৩ ফরম্যাট মিলিয়ে গত ২০ বছরে মোট ১৯ ম্যাচ খেলে সবকটা হার দেখলেও এবার ইতিহাস বদলাতে বদ্ধপরিকর সফরকারীরা। তবে নিজেদের মাটিতে দুর্দান্ত প্রোটিয়াদের হারাতে হলে স্বাগতিক পেসারদের গতি ও বাউন্সের দাপটের সঙ্গে লড়তে হবে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কাইল ভেরেইনা, জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফিকোয়া, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি।
মন্তব্য করুন