চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে গত আসরের চ্যাম্পিয়ন চেলসি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। লস ব্লাঙ্কোসরা ইউরোপ সেরার আসরের সেরা দল। সর্বোচ্চ ১৩বার শিরোপা জিতেছে তারা। কোয়ার্টার ফাইনালে আসার পথে দলটি বিদায় করেছে পিএসজিকে।

অন্যদিকে গেল আসরের রানার্স আপ ম্যানচেস্টার সিটি শেষ আটে পেয়েছে মাদ্রিদের আরেক দল অ্যাথলেটিকো মাদ্রিদকে। রোজি ব্লাঙ্কোস খ্যাত অ্যাথলেটিকো এর আগে তিনবার রানার্স আপ হয়েছে। গেল আসরের লা লিগা চ্যাম্পিয়নরা এবার লিগ শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে। ইউরোপ সেরার লড়াইয়ে চোখ রাখা ক্লাবটির সামনে অপেক্ষা করছে কঠিন ম্যানসিটি লড়াই।

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে সমান ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল ও বায়ার্ন মিউনিখ। অল রেডস খ্যাত লিভারপুল মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব বেনফিকার। অন্যদিকে বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লা লিগার ভিয়ারিয়ালকে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১২ ও ১৩ এপ্রিল। এরপর ২৬ ও ২৭ এপ্রিল হবে সেমিফাইনালের প্রথম লেগ। ৩ ও ৪ মে দ্বিতীয় লেগের মধ্য দিয়ে চূড়ান্ত হবে ফাইনালে খেলা দলের নাম। ফ্রান্সে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে।