- খেলা
- গোলের সঙ্গে গলা বেঁধে প্রতিবাদ
গোলের সঙ্গে গলা বেঁধে প্রতিবাদ

ছবি: গোল
গডিসন পার্কে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে এভারটনের ম্যাচে ঘটে গেছে এক ভিন্ন ঘটনা। বৃহস্পতিবার রাতের ম্যাচে হাফ টাইমের পর ম্যাচ শুরু হতেই এক ভক্ত মাঠে ঢুকে পড়েন এবং গোলের সঙ্গে বেঁধে ফেলেন নিজের গলা।
হুট করে তার ওমন কান্ডে থেমে যায় ম্যাচ। পরে নিরাপত্তা কর্মীরা মাঠে ঢুকে তাকে আটক করে নিয়ে যান। পরে জানা যায়, তার নাম লুইস ম্যাককেনি। বয়স ২১ বছর। তিনি একজন পরিবেশ আন্দোলন কর্মী।
তার গায়ে কমলা রঙয়ের একটি টি-শার্ট ছিল। যাতে লেখা ছিল, ‘জাস্ট স্টপ ওয়েল (জ্বালানি সরবরাহ বন্ধ করুণ)।’ পরে জানা গেছে, আগে থেকেই তার মাঠে ঢুকে প্রতিবাদ করার পরিকল্পনা ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণও জানিয়েছেন ম্যাককেনি।
তিনি লিখেছেন, ‘এটা ২০২২ সাল, এখনই আমাদের এগিয়ে আসার পালা। রাস্তায় দাঁড়ানোর নয় প্রতিবাদ করে এগিয়ে যাওয়ার পালা। প্রতিবেদনের পর প্রতিবেদন হচ্ছে, বলা হচ্ছে আমার ভবিষ্যত শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সরকার তা আমলে নিচ্ছে না। বলছে, চিন্তা করো না তোমাকে পেনশন দেওয়া হবে।’
পরে তিনি এক টিকটক ভিডিওতে বলেছেন, ‘আমি ম্যাককেনি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি ফুটবল ম্যাচ থামাতে বাধ্য করেছি। কারণ আমি আতঙ্কিত। আমি মনে করি, অনেকের জানা উচিত, আমাদের ভবিষ্যতে কী অপেক্ষা করছে। তারা ঘরে থাকতে পারবে কিনা, খেতে পারবে কিনা। উষ্ণতা বাড়ার কারণে খাদ্য উৎপাদন কমেছে। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন আগ্রাসন তা আরও বাড়িয়ে তুলছে।’
মন্তব্য করুন