- খেলা
- রেকর্ডের ম্যাচে ফিফটির ফিফটি সাকিবের
রেকর্ডের ম্যাচে ফিফটির ফিফটি সাকিবের

ছবি: এএফপি
দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে একের পর এক বিতর্ক ছড়িয়েছেন সাকিব আল হাসান। সেই বিতর্ক দারুণ এক ইনিংস খেলে উড়িয়ে দিয়েছেন দেশ সেরা ক্রিকেটার। ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড ম্যাচে তিনি ফিফটির ফিফটি করেছেন।
সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ২১৯ ওয়ানডে ম্যাচ খেলেছেন। বাংলাদেশের পক্ষে যা তৃতীয় সর্বোচ্চ ওয়ানডে খেলার রেকর্ড। তার ওপরে আছেন মুশফিকুর রহিম (২৩১) ও তামিম ইকবাল (২২৩)।
সাকিব ছাড়িয়ে গেছেন দেশ সেরা পেসার ও দেশের পক্ষে ওয়ানডে ফরম্যাটে নেতৃত্ব দিয়ে সর্বোচ্চ জয় এনে দেওয়া মাশরাফি মর্তুজাকে। ডানহাতি পেসার ম্যাশ খেলেছেন ২১৮ ম্যাচ। সাকিব সেঞ্চুরিয়ানের ম্যাচ দিয়ে তাকে ছাড়িয়ে গেছেন।
বা-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান তার ২১৯ ওয়ানডে ক্যারিয়ারে ৫০টি পঞ্চাশ রান করার কীর্তি গড়েছেন। দেশের পক্ষে তার চেয়ে বেশি ফিফটি আছে তামিম ইকবালের (৫১)। ওয়ানডে ফরম্যাটে তিনি নয়টি ফিফটি করেছেন। দশম সেঞ্চুরির পথে থাকলেও ফিরেছেন ৬৪ বলে তিন ছক্কা ও সাত চারে ৭৭ রান করে।
মন্তব্য করুন