- খেলা
- লুঙ্গিকে স্ট্রেইট শট খেলে মজা পেয়েছেন ইয়াসির
লুঙ্গিকে স্ট্রেইট শট খেলে মজা পেয়েছেন ইয়াসির

ছবি: এএফপি
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেক ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়েছিলেন ইয়াসির রাব্বি। দুই ম্যাচে মাঠে নেমে রান পাননি তিনি। তবে ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। খেলেছেন ৪৪ বলে ৫০ রানের ইনিংস।
চারটি চার ও দুই ছক্কায় ফিফটি করা রাব্বি ম্যাচ শেষে জানিয়েছেন, প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডিকে স্ট্রেইট শট খেলে মজা পেয়েছেন তিনি। এছাড়া প্রথম ফিফটি নিয়ে জানান, তামিম-লিটন ভালো শুরু করায় এবং সাকিব সাবলীল ব্যাটিং করায় তার জন্য রান পাওয়া সহজ হয়েছে।
ম্যাচ শেষে সম্প্রচার স্বত্ত্ব পাওয়া টিভিকে তিনি বলেন, ‘দেশের জন্য খেলা এবং পারফর্ম করা সবসময়ই আনন্দের। তামিম ভাই এবং লিটন কঠিন কাজটা করে দিয়েছিল। নতুন বলের ফাঁড়া কাটিয়ে দিয়েছিল। উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল। সাকিব ভাইয়ের ইনিংস ব্যাট করা আমার জন্য সহজ করে দিয়েছিল।’
রাব্বি জানান, দক্ষিণ আফ্রিকার উইকেটে শট বল খেলতে হবে সেজন্য প্রস্তুত ছিলেন তিনি, ‘আমি জানতাম, আগে ব্যাট করতে আসলে শট বলের মুখোমুখি হতে হবে। লুঙ্গি এনগিডির বলে স্ট্রেইট শট খেলা ছিল আমার প্রিয় শট। উইকেট ব্যাট করার জন্য ভালো। আমাদের রানও ভালো হয়েছে। ব্যাটিংয়ে ওরা শক্তিশালী দল। আমাদের ভালো বোলিং করতে হবে।’
মন্তব্য করুন