তাসকিন আহমেদের মায়ের বহুদিনের ইচ্ছা ছেলে আইপিএলে খেলবে। মায়ের ইচ্ছার কথা মিডিয়াকেও জানিয়েছিলেন তিনি। এতদিন পর সে সুযোগ এসেছিল টাইগার এ ফাস্ট বোলারের সামনে। লক্ষেষ্টৗ সুপারটাজায়ান্টস থেকে রোববার বিসিবিতে যোগাযোগ করা হয়েছিল তাকে চেয়ে। কিন্তু জাতীয় দলের খেলা থাকায় এ যাত্রায় আইপিএলে খেলার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে হলো তাসকিনকে। লক্ষেষ্টৗর মেন্টর গৌতম গম্ভীর এবং তাসকিন দু'জনকেই বিসিবি থেকে জানিয়ে দেয় ছাড়পত্র দেওয়া সম্ভব হবে না। দেশের স্বার্থে বোর্ডের সিদ্ধান্ত সাদরে মাথা পেতে নেন তাসকিন। দেশের হয়ে খেলাকেই গৌরবের মনে করেন তিনি। এ যাত্রায় মায়ের স্বপ্ন অপূর্ণ রেখে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলবেন ২৬ বছর বয়সী এ ফাস্ট বোলার।
২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত চলবে আইপিএল ২০২২ আসরের খেলা। পুরো সময়ের জন্যই তাসকিনকে চেয়েছিল লক্ষেষ্টৗ। এই সময়ের ভেতরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি সিরিজ খেলবে বাংলাদেশ; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০ মার্চ থেকে আর মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে। টেস্টের গুরুত্বপূর্ণ বোলার হওয়ায় এ মুহূর্তে কিছুতেই ছাড় দেওয়া সম্ভব হতো না তাকে। জোহানেসবার্গ থেকে ফোনে টাইগার এ ফাস্ট বোলার বলেন, 'খেলার ইচ্ছা তো ছিলই। কিন্তু কিছু করারও নেই। দেশের হয়ে টেস্ট খেলা বেশি গুরুত্বপূর্ণ। জাতীয় দলের খেলাতেই ফোকাস রাখছি।' বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সমকালকে নিশ্চিত করেন, তাসকিনকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না।
আইপিএলে নিলামের তালিকায় ছিলেন তাসকিনসহ বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। যদিও সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান ছাড়া বাকি তিন ক্রিকেটার তাসকিন, শরিফুল ইসলাম ও লিটন কুমার দাসকে নিলামের ডাকে তোলা হয়নি। সাকিব দল না পেলেও মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন ২০২২ আসরে। তাসকিন ছাড়পত্র পেলে মুস্তাফিজের সঙ্গী হতেন জোহানেসবার্গ থেকেই। লক্ষেষ্টৗর মেন্টর গম্ভীরের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি তাসকিন জেনেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে। বোর্ড থেকেই বিষয়টি নিশ্চিত করে তাকে। সেই সঙ্গে এনওসি না দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে দেওয়া হয় উভয় পক্ষকে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে তাসকিনের বিষয়ে জানতে চাওয়া হলে জোহানেসবার্গে বাংলাদেশি সাংবাদিকদের তিনি বলেন, 'এটা তো বোর্ড থেকেই বলবে। এটা ওর জন্য একটা সুযোগ ছিল। সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা বড় টেস্ট সিরিজ চলবে। তাসকিন আমাদের সেরা বোলার। ফর্মে আছে। আমরা এখানে জিততে চাই। দক্ষিণ আফ্রিকা তাদের খেলোয়াড় ছাড়া এই বিলাসিতা দেখাতে পারে আমরা পারি না। সত্যিই কথা বলতে, আমাদের টেস্ট জেতাটা গুরুত্বপূর্ণ। তাসকিনের মতো ফাস্ট বোলারকে হারাতে চাই না। এমন একটা সময়ে ওর জন্যও খারাপ লাগছে। দেশের কথাও চিন্তা করতে হবে। দেশ সবার আগে।' দেশ যেখানে সবার উপরে, সেই দেশের স্বার্থেই তাসকিন মাটিচাপা দেন আইপিএল খেলার অদম্য ইচ্ছাকে।