ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলার সুযোগ এসেছিল বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদের। কিন্তু দেশের ক্রিকেটের কথা বিবেচনায় তিনি আইপিএলে না খেলার সিদ্ধান্ত নেন। এই সুযোগে লখনৌ সুপার জায়ান্টসে ৮ বছরে প্রথম জিম্বাবুয়ের ক্রিকেটার হিসাবে আইপিএলে ডাক পেতে যাচ্ছেন তারকা বোলার ব্লেসিং মুজারাবানি।

যদিও দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ভারতীয় গণমাধ্যমের খবর, মার্ক উডের বদলে প্রথমে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে চেয়ে না পাওয়ায় জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে লখনৌ। সোমবার রাতেই জিম্বাবুয়ের ভারতীয় দূতের সোশ্যাল মিডিয়ায় আইপিএলের জন্য ব্লেসিংয়ের ভারতে আসার কথা জানানো হয়। তারপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

২০১৪ সালে শেষ জিম্বাবুয়ে তারকা হিসাবে সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন ব্রেন্ডন টেলর। তারপর থেকে আইপিএলে আর কোনও জিম্বাবুয়ের তারকাকে দেখা যায়নি। ব্লেসিং সেই অর্থে আট বছরে প্রথম এবং তাতেন্দা টাইবু, রে প্রাইস ও টেলরের পর চতুর্থ জিম্বাবুয়েন হিসাবে আইপিএলে খেলবেন।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া আইপিএলের মেগা নিলামে মার্ক উডকে ৭.৫ কোটি ভারতীয় রূপিতে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চোট পান ডান-হাতের কনুইতে। সেই চোট আইপিএল থেকে চিটকে দেয় এই ইংলিশ তারকাকে।