ব্যাটার মোহাম্মদ আশরাফুল সবার কাছেই খুব পরিচিত মুখ। কিন্তু বোলার আশরাফুলের ঝলক কম সময়ই দেখেছেন ক্রিকেট ভক্তরা। লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ব্যাটসম্যান হিসেবেই সবটুকু খ্যাতি অর্জন করেছেন তিনি। কিন্তু এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল হাতে চমক দেখালেন আশরাফুল। মঙ্গলবার লিস্ট 'এ' ক্রিকেটে প্রথমবার ৫ উইকেটের দেখা পেলেন আশরাফুল।

মোহামেডানের বিপক্ষের ম্যাচে ১০ ওভার বল করে পার্ট টাইমার থেকে ফুলটাইম বোলার বনে গেছেন মোহাম্মদ আশরাফুল। সাথে ২৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে আবার ২ ওভার দিয়েছেন মেডেন। তার ইকোনোমি ছিল ২.৩০। এটাই আশরাফুলের ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ২৮ রানে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আশরাফুল। 

আশরাফুলের বলে আউট হওয়া মোহামেডানের পাঁচ ব্যাটার হলেন—রনি তালুকদার (৫৮), মোহাম্মদ হাফিজ (২৮), সোহরাওয়ার্দী শুভ (১৬), শুভাগত হোম (৮) এবং ইয়াসিন আরাফাত মিশু (৪)।

সবশেষ ২০১৩ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন আশরাফুল। এরপর ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন। নিষেধাজ্ঞা থেকে ফিরে আসলেও আর লাল সবুজের জার্সি গায়ে চাপানো হয়নি তার। তাই বিসিএল, এনসিএল ও ডিপিএল খেলেই সময় যাচ্ছে ২০০৫ সালে কর্ডিফে অস্ট্রেলিয়া বধের নায়কের।