চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে পিএসজি। লিগ ম্যাচে বিধ্বস্ত হয়েছে মোনাকোর বিপক্ষে। বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পিএসজি। দলটিতে বাজছে ভাঙনের সুর। ওই সুরে বিষের বাঁশি বাজালেন ফ্রান্সের এক ক্রীড়া সাংবাদিক।

তিনি কঠোর ভাষায় নেইমারের সমালোচনা করেছেন। ব্রাজিলিয়ান তারকা ঠিক মতো অনুশীলন করেন না। মাতালের মতো হয়ে অনুশীলনে আসেন। পিএসজি ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা, এমন সব মন্তব্য করেছেন।

ড্যানিয়েল রায়োলো নামের ওই সাংবাদিক আরএমসি স্পোর্টসকে বলেছেন, ‘নেইমার আগের মতো করে অনুশীলন করেন না, খুবই বিধ্বস্ত শারীরিক ভাষা নিয়ে অনুশীলনে আসেন, অনেকটা মাতালের মতো। নেইমার যেন এভাবেই পিএসজি’র ওপর প্রতিশোধ নিচ্ছেন।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পরের ম্যাচে লিগে বোর্দোর বিপক্ষে গোল করেন নেইমার। এরপরও পিএসজি ভক্তরা তাকে দুয়ো দিয়েছেন। সাংবাদিক রায়োলা আরও উস্কে দিয়েছেন ভক্তদের, ‘নেইমার ক্লাবের অনেক ক্ষতি করেছেন। ওর জন্য হাতে যে প্রস্তাব আছে তা গ্রহণ করা উচিত। ওকে ছেড়ে দেওয়া উচিত।’

চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজি’র বিদায়ে ক্লাব প্রেসিডেন্ট বা কর্মকর্তাদের কোন মাথা ব্যথা নেই বলেও উল্লেখ করেছেন ওই সাংবাদিক। আরএমসি স্পোর্টসকে তিনি আরও বলেছেন, ‘কোচ থাকবে কিনা ঠিক নেই। এমন দুর্যোগের পরও স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো কিংবা প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি একটা কথাও বলছেন না। পিএসজি এখন যেন কোন ক্লাবই নয়।’