সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জোহানেসবার্গে হারলেও সুযোগ আছে সিরিজ জয়ের। সেঞ্চুরিয়ানে সিরিজের শেষ ম্যাচের আগে মেহেদি মিরাজ জানালেন, জিততে হলে রান করতে হবে। বোলারদের ম্যাচে থাকার সুযোগ দিতে হবে।

ডানহাতি স্পিন অলরাউন্ডার বলেন, ‘রান খুবই গুরুত্বপূর্ণ। রান হলে ম্যাচে থাকা যায়। প্রথম ম্যাচে রান হওয়ায় ক্যামব্যাক করতে পেরেছি। দায়িত্ব নিয়ে খেললে আশা করি রান পাবো। ওয়ান্ডারার্সে ব্যাট করা কঠিন ছিল। সেঞ্চুরিয়ানে আমরা ৩০০ প্লাস রান করেছি। বুঝে-শুনে খেললে জেতা সম্ভব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’

জোহানেসবার্গে ব্যাটিং বিপর্যয়ের কারণ হিসেবে উইকেটকে দায়ী করলেন মিরাজ। অধিনায়ক তামিম ইকবালের সুরে জানালেন, উইকেট অসম আচরণ করলে ব্যাট করা কঠিন। ১৪০ কিলোমিটার গতির একটা বল মাথার ওপর দিয়ে, একটা নিচু হয়ে গেলে খেলা কঠিন হয়ে যায়।

ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা কিংবা নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বড় দলের বিপক্ষে তাদের মাঠে গিয়ে সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই। এবার প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয় পেলে বড় দলগুলো নতুন বার্তা পাবে বলে মনে করেন মিরাজ।

ব্যাট হাতে ফর্মে থাকা মিরাজ বলেন, ‘বড় দলের মধ্যে দেশের বাইরে কেবল ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতেছি। এখানে জিততে পারলে বড় দলগুলো অমাদের নিয়ে নতুন করে চিন্তা করবে। এটার অনুভূতি হবে অন্য রকম। তবে জিততেই হবে এমন না। প্রসেস ঠিক রেখে ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটারদের রান করতে হবে।’

সেঞ্চুরিয়ানে তিন ম্যাচের শেষ ওয়ানডে ম্যাচে বিকাল পাঁচটায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে। শেষ এই ম্যাচেও অপরিবর্তিত দল নিয়ে টাইগারদের মাঠে নামার সম্ভাবনা বেশি। সিরিজ জিততে প্রথম ম্যাচের মতো দলীয় পারফরম্যান্সে গুরুত্ব দিচ্ছেন মিরাজ।