রাওয়ালপিন্ডি টেস্ট ব্যাটারদের দাপটে রঙহীন ড্র হয়েছে। করাচি টেস্টে দুর্দান্ত লড়াই করে হারতে বসা টেস্ট বাঁচিয়েছেন বাবর আজম, আব্দুল্লাহ শফিক এবং মোহাম্মদ রিজওয়ান। লাহোরে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্ট দ্বিতীয় দিন শেষে ভারসাম্যময়। ড্র নাকি ফলাফলের দিকে যাচ্ছে বোঝা মুশকিল।

টস জিতে ব্যাট করে প্রথম দিন প্রথম ইনিংস শেষে ৫ উইকটে ২৩২ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ম্যাচ সেখান থেকে যেকোন দিকে ঘুরে যেতে পারতো। দ্বিতীয় দিন প্রথম সেশন নিজেদের করে নেয় অজিরা। ২৬ রানের জুটি গড়ে ক্রিজে থাকা ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স কেরির জুটি ১০৯ রানে থামে। 

গ্রিন আউট হন ৭৯ রানে। কেরি ফিরে যান ৬৭ রানে। এরপরই নাসিম শাহ ও শাহিন আফ্রিদির তোপে ৩৯১ রান অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে পাকিস্তান ওপেনার ইমাম উল হক (১১) শুরুতেই ফিরে যান। পরে আব্দুল্লাহ শফিক (৪৫) ও আজহার আলী (৩০) দৃঢ়তা দেখিয়ে ৯০ রানে দিন শেষ করেছে। পাকিস্তান পিছিয়ে আছে ৩০১ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন প্যাট কামিন্স। এর আগে প্রথমদিন দুটি করে উইকেট পাওয়া শাহিন ও নাসিম আরও দুটি করে উইকেট নিয়েছেন। দুই পাকিস্তান স্পিনার নওমান আলী ও সাজিদ খান একটি করে উইকেট নিয়েছেন। লাহোর টেস্টের ভাগ্যে কী অপেক্ষা করছে তৃতীয় দিনই হয়তো ধারণা পাওয়া যাবে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৯১/১০, ওভার-১৩৩.৩। 

ওয়ার্নার-৭, খাজা-৯১, লাবুশানে-০, স্মিথ-৫৯, হেড-২৬, গ্রিন-৭৯, কেরি-৬৭, স্টার্ক-১৩, কামিন্স-১১, লায়ন-৪, সুইপশন-৯।

পাকিস্তান বোলিং- শাহিন-৭৯/৪, হাসান আলী- ৬১/০, নাসিম-৫৮/৪, নওমান আলী-৭৭/১, সাজিদ-৯৭/১, বাবর-২/০।

পাকিস্তান প্রথম ইনিংস-৯১/১, ওভার-৩৯। শফিক-৪৫(অপ.), ইমাম-১১, আজহার-৩০(অপ.)।

অস্ট্রেলিয়া বোলিং: স্টার্ক-১০/০, কামিন্স-২৭/১, গ্রিন-১৭/০, লায়ন-১৫/০, সুইপশন-২০/০। 

 প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩০১ রানে এগিয়ে।