- খেলা
- সিরিজে চোখ টাইগারদের, যেখানে ভয় ও ভরসা
সিরিজে চোখ টাইগারদের, যেখানে ভয় ও ভরসা

ছবি: এএফপি
‘আমরা শট বলে অতো দুর্বল না। প্রথম ম্যাচে আমরা শট বলে রান করেছি। কিন্তু উইকেটে অসম বাউন্স থাকলে খেলা কঠিন।’ সেঞ্চুরিয়ানে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেহেদি মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাসের ছাপ। তবে তার বক্তব্যে ‘কিন্তু’ আছে। বাড়তি বাউন্সে বাংলাদেশ শক্তিশালী নয় সেটাও প্রকাশ হয়ে গেছে।
বল পুরনো হলে মিডল ওভারে পেস-বাউন্স সামলানোর ব্যাপারে কিছুটা সাবলীল তামিম ইকবালের দল। যেটা দলের ভরসার জায়গা। কিন্তু প্রথম দশ ওভারে ছো মারা বাউন্সের সঙ্গে সুইং নাভিশ্বাস তোলে দলের। ভয়টা ওইখানে। তামিম যেমনটা বলেছেন, ‘প্রথম দল ওভার সামলাতে পারলে, ওদের উইকেট না দিলে অবশ্যই বড় রান করতে পারবো।’
বড় রান করার ওই পথটা তৈরি করে দিতে হবে তামিম ইকবাল ও লিটন দাসের। ব্যাট হাতে ছন্দে আছেন লিটন। কিন্তু অধিনায়ক তামিমের রথ ছুটছে উল্টো পথে। শেষ ম্যাচে রান করতে মরিয়া থাকবেন তিনি। আরেকবার ভয়ঙ্কর হয়ে উঠতে চাইবেন প্রোটিয়া পেস আক্রমণের নেতা কাগিসু রাবাদা।
আফগান সিরিজে তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষেও একাদশে আসেনি বদল। পাঁচ ম্যাচে অভিন্ন একাদশ নিয়ে খেলার রেকর্ড গড়া বাংলাদেশ শেষ ম্যাচেও একই দল নিয়ে নামবে বলেই মনে হচ্ছে। তবে প্রোটিয়া দলে এক পরিবর্তন অবধারিত। ইনজুরি নিয়ে ছিটকে গেছেন ওয়েন পার্নেল। তার জায়গায় ফিরতে পারেন মার্কো জানসেন।
আবহাওয়া পূর্বাভাস বলছে, রোদ ঝলমলে দিন হবে। বৃষ্টির সম্ভাবনা নেই। পিচ রিপোর্ট বলছে, শেষ ওয়ানডে ম্যাচও হতে যাচ্ছে তিনশ’ রানের খেলা। ওই রান করতে হলে নতুন বল সামলে পুরনো বলে রান করতে হবে টাইগারদের। বল হাতে শুরুতে আটকাতে হবে কুইন্টন ডি কককে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বুধবার বিকেল পাঁচটায় মুখোমুখি হবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, জ্যানেমান ম্যালান, টেম্বা বাভুমা, কাইল ভারাইনে, রেসি ভ্যান ডার ডুসন, ডেভিড মিলার, কেশব মহারাজ, মার্কো জ্যানসেন, কাগিসু রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।
মন্তব্য করুন