- খেলা
- বিশ্বকাপ খেলে কাল দেশে ফিরছেন মেয়েরা
বিশ্বকাপ খেলে কাল দেশে ফিরছেন মেয়েরা

নারী ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ৩ এপ্রিল হলেও বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়ে গেছে রোববার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
শুরুর মতো হার দিয়ে টুর্নামেন্ট শেষ করলেও প্রথম অংশগ্রহণে অভিজ্ঞতা ভালোই বলতে হবে। বেশিরভাগ ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হন নিগার সুলতানারা। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে একটি জয়ও পেয়েছে। পাকিস্তানকে হারিয়ে সপ্তম স্থানে শেষ করে মিশন। এবার দেশে ফেরার পালা। প্রায় দুই মাস পর ঘরে ফেরার টান অনুভব করছেন মেয়েরা। কাল রাত সোয়া ৯টায় ঢাকায় পৌঁছাবে নারী দল। আইসিসির ব্যবস্থাপনায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে দেশে ফিরছেন খেলোয়াড়রা।
দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নিয়ে আবার খেলায় ফোকাস করতে হবে নারী দলকে। তবে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা মেয়েদের এগিয়ে যাওয়ার পাথেয় হিসেবে প্রেরণা জোগাবে। বড় দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ বেড়ে যেতে পারে।
মন্তব্য করুন