রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় গাইবেন অস্কারজয়ী সুরকার, সংগীতশিল্পী এ আর রহমান। টানা তিন ঘণ্টা পারফর্ম করবেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি এ সময় বঙ্গবন্ধুকে নিয়ে হিন্দি ও বাংলা গানও পরিবেশন করবেন তিনি। এই সময়ে এ আর রহমান গাইবেন প্রায় ৩৫টি গান। 

এ আর রহমান ছাড়াও 'ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড' কনসার্টে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী মমতাজ ও মাইলস ব্যান্ড। তাদের পরিবেশনা শেষে সন্ধ্যায় মঞ্চে উঠবেন এ আর রহমান। কনসার্টটি উপস্থাপনা করবেন বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।

কনসার্টের আয়োজক সংস্থা বিসিবি জানিয়েছে, বিকেল ৩টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। দর্শকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়োজকরা। কনসার্টে তিন ক্যাটাগরির টিকিটের মূল্য রাখা হয়েছে ১০ হাজার, ৫ হাজার ও ১ হাজার টাকা।

এই কনসার্টে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ মিরপুর এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রিত থাকবে যানবাহন।

জানা গেছে, প্রথম ভাগে বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট, চলবে সাড়ে ৬টা পর্যন্ত। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সাড়ে ৬টার দিকে আসবেন। এরপর ৭টা থেকে ১০টা পর্যন্ত সহশিল্পীসহ তিন ঘণ্টা ধরে পারফর্ম করবেন এ আর রহমান।