বিয়ের দিন জামাইয়ের জুতা চুরি করা উপমহাদেশের রীতিতে খুবই পরিচিত এবং প্রচলিত বিষয়। কিন্তু অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বিয়েতে জুতা চুরি ও তার থানায় যাওয়ার খবরটি সঠিক নয়।

ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক বিনি রামনের সঙ্গে ২০১৭ সাল থেকে প্রেম ম্যাক্সওয়েলের। সম্পতি বিয়ের পিড়িতে বসেন তারা। প্রথমে অস্ট্রেলীয় রীতিতে এবং পরে ভারতের তামিল রীতিতে বিয়ের অনুষ্ঠান হয়।

ভারতীয় অনলাইন পোর্টাল 'the12thman.in' গত ২৪ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। হাস্যরসাত্মক এই প্রতিবেদনকে অনেকে সঠিক বলে মনে করেন। কিন্তু সঠিক তথ্য হলো, ম্যাক্সওয়েলের জুতা চুরির পর মামলা করার খবরটি একটি 'স্যাটায়ার'। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি 'মিম'কে উদ্ধৃত করে ওই স্যাটায়ার প্রতিবেদনটি করা হয়।

জি-নিউজের এক খবরেও বলা হয়, ম্যাক্সওয়েলের বিয়েতে জুতা চুরির ঘটনাটি নিছক কাল্পনিক।

সংশোধনী

এ সংক্রান্ত আগের খবরে বলা হয়েছিল, বিয়ের রাতে জুতা চুরির ঘটনায় মামলা করলেন ম্যাক্সওয়েল! সঠিক খবর হলো- ওই তথ্যটি মূলত একটি স্যাটায়ার প্রতিবেদনের অংশ। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বিষয় : গ্লেন ম্যাক্সওয়েল জুতা চুরি ম্যাক্সওয়েলের বিয়ে বিনি রামন ভারতীয় বিয়ে

মন্তব্য করুন