দিল সে...। খোয়াজা মেরে খোয়াজা...। তুহি রে...। এরকম শ্রোতাপ্রিয় এবং 'এক্সক্লুসিভ' গান নিয়ে এ আর রহমান ও তার বিশাল শিল্পীগোষ্ঠী ঢাকা মাতাবেন আজ। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিসিবির আয়োজনে 'ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০' বিশেষ কনসার্টে সুরের মূর্ছনায় বিমোহিত হবেন দর্শক-শ্রোতা। গাইবেন বঙ্গবন্ধুকে নিয়ে তার বিশেষ গান- এক দোস্ত মুজিব হে দিল মে...। 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত থেকে ভারতীয় এই কিংবদন্তি শিল্পীর সুরের সুধায় বিমোহিত হয়ে কেউ বলে উঠতেই পারেন- 'ও গান ওয়ালা আর একটি গান গাও'। শ্রোতার আবদারে অস্কারজয়ী এ শিল্পীও আবেগী কণ্ঠে গাইতে পারেন- ইশকে বিনা কিয়া জিনা ইয়ারো..।

'ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০' কনসার্টে সুরের জাদুকরের সংগীত সরাসরি উপভোগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভেন্যুতে পৌঁছানোর পরই পরিবেশিত হবে মূল পর্বের সংগীত। স্টেডিয়ামের পূর্ব প্রান্তের বিশাল মঞ্চে চলবে সংগীত যজ্ঞ। যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বাংলা ও হিন্দি দুটি গান শোনাবেন এ আর রহমান। পশ্চিমের প্রেসিডেন্ট বপের ভিউইং এরেনা থেকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা শ্রবণ করবেন।

বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত হবে কনসার্ট। এ আর রহমান ও তার ব্যান্ড দলের শিল্পীরা ছাড়াও সংগীত পরিবেশন করবেন ফোক গানের শিল্পী মমতাজ ও ব্যান্ড দল মাইলস। অনুষ্ঠান শুরু হবে দেশীয় শিল্পীদের পরিবেশনায়। দেড় ঘণ্টা ধরে মঞ্চে থাকবেন তারা। সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা মঞ্চ মাতাবেন এ আর রহমান।

এই কনসার্টের জন্য চার-পাঁচ দিন ধরে প্রস্তুত করা হয় মঞ্চ। সাজসজ্জা করতে গতকাল রাতেও ব্যস্ত ছিলেন কলাকুশীলরা। সন্ধ্যায় মহড়া দেন এ আর রহমান ও তার ব্যান্ড দল। তুহি রে, তুহি রে, তেরে বিনা মেনে কাইসে...। চল ছাইয়া ছাইয়া...। সহশিল্পীকে নিয়ে এরকম বেশ কিছু গানের মহড়ায় পরিবেশন করেন। রোববার রাতে ২০০ জনের মতো কলাকুশলী নিয়ে ঢাকায় পৌঁছান এ আর রহমান। তাদের পদচারণায় সোনারগাঁও হোটেল পরিণত হয় মিনি শিল্পী নগরীতে। আজ ঢাকাসহ পুরো দেশ মাতবে গানে।

জমকালো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও নিউজ২৪ চ্যানেল। বিসিবির এই কনসার্ট সরাসরি ভেন্যুতে বসে উপভোগ করবেন ১০ হাজারের মতো দর্শক। ভিআইপি, শহীদ জুয়েল, শহীদ মুস্তাক, করপোরেট বপ এবং হসপিটালিটি বপ এবং মাঠের ভেতরে উন্মুক্ত আসনে থাকবে দর্শক-শ্রোতা।

মুজিববর্ষ উদযাপনে ২০২০ সালের ২২ মার্চ কনসার্ট এবং বিশ্ব আর এশিয়া একাদশের মধ্যে দুটি প্রীতি টি২০ ম্যাচ হওয়ার কথা ছিল। সব ধরনের প্রস্তুতিও সেরে ফেলেছিল বোর্ড। এ আর রহমানের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও ঢাকায় পৌঁছে গিয়েছিল।

কিন্তু দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত করা হয়। করোনা এবং আন্তর্জাতিক ক্রিকেটের কারণে ২০২১ সালেও পুনরায় কনসার্ট করা সম্ভব হয়নি। দেরিতে হলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখতে যাচ্ছে 'ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০'। এ জন্য বিসিবির খরচ হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। কিছু টাকা অবশ্য টিভি সম্প্রচার স্বত্ব থেকে পাবে।

বিসিবির ব্যবস্থাপনায় এ নিয়ে দ্বিতীয়বার ঢাকায় কনসার্ট পরিবেশন করবেন অস্কারজয়ী এ শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক। ২০১৪ সালে টি২০ বিশ্বকাপের আগে কনসার্টে গেয়েছেন তিনি।