- খেলা
- উইকেটে অনেক ঘাস চান এলগার
উইকেটে অনেক ঘাস চান এলগার

ছবি: ফাইল
জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অসম পেস-বাউন্স ছিল। হুট করে লাফ দিয়ে ওঠা বল সামলাতে পারেনি বাংলাদেশ দল। তবে সেঞ্চুরিয়নে দল মিরপুর না হলেও চট্টগ্রামের উইকেটের স্বাদ পেয়ছে। যেখানে স্পিন কার্যকর হয়েছে। সুবিধা পেয়েছেন তাসকিন-শরিফুলও।
টেস্ট সিরিজে বাংলাদেশ স্পিনে সহায়তা পাক এটা চান না দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ডিন এলগার। তিনি চান এশিয়ার দলের বুকে দুরুদুরু কাঁপন তোলে সবুজ ঘাসের গালিচা পাতা এমন উইকেট।
বৃহস্পতিবার ডারবানে প্রথম টেস্ট নিয়ে এলগার বলেন, ‘উইকেটে আমি অনেক ঘাস চাই। ওভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি এবং এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি খুবই ভালো। কিংসমিডের উইকেটে ঘাস বেড়েছে। আশা করছি, পেস-বাউন্স পাওয়া যাবে এবং পাঁচ দিন তা বজায় থাকবে।’
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বলেছেন, ডারবানের উইকেট হবে ব্যাটিং সহায়ক। শেষ দিকে স্পিন ধরবে। তবে এলগার মনে করছেন, পাঁচদিনে ম্যাচ গড়ায় এমন উইকেট বানানো হচ্ছে, ‘কিংসমিডে শেষ দিকে বল ধীর ও নিচু হয়ে আসে। স্পিনাররা সহায়তা পায়। তবে এবার উইকেট নিয়ে কিছু কাজ করা হয়েছে। দেখে মনে হচ্ছে, পাঁচ দিনের উইকেট বানানো হয়েছে।’
আগামী ৩১ মার্চ ডারবানে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজে টেম্বা বাভুমার দলের সিরিজ হারের শোধ নিতে চান টেস্ট অধিনায়ক এলগার। তিনি জানান, ওয়ানডে হার তার হৃদয়ে আঘাত করেছে, ‘ওই হার দলের জয়ের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। আশা করছি, ওই আঘাত দলকে তাতিয়ে দেবে।’
মন্তব্য করুন