- খেলা
- দিন শেষে ওরা দক্ষিণ আফ্রিকান: ডমিঙ্গো
দিন শেষে ওরা দক্ষিণ আফ্রিকান: ডমিঙ্গো

ছবি: ফাইল
দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। চাকরি হারানোর শঙ্কায় থাকা হেড কোচ রাসেল ডমিঙ্গোর এখন ওড়ার কথা। টেস্ট নিয়ে ফুলানোর কথা আশার বেলুন। তবে মাথায় তিনি জয়ের চিন্তা রাখলেও মুখে বলছেন, বাংলাদেশ আন্ডারডগ। কারণ দিন শেষে ওরা দক্ষিণ আফ্রিকান।
ডারবানের কিংসমিডে প্রথম টেস্টের আগে মঙ্গলবার সংবাদ মাধ্যমকে টাইগার হেড কোচ বলেন, ‘টেস্ট ভিন্ন ফরম্যাট। এখানে আমাদের অনেক উন্নতির প্রয়োজন আছে। আমরা মনে করছি, খুবই কঠিন সিরিজ হবে। দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ। সেদিক থেকে আন্ডারডগ হিসাবে আমাদের শতভাগ দেব। তবে ভালো খেললে ফল পক্ষেই আসবে।'
নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ। ওই জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। মাউন্ট মঙ্গানুইয়ের অনুপ্রেরণা নিয়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে। এবারের সফরেও ওই টেস্ট জয়ের শিক্ষা কাজে লাগবে বলে জানিয়েছেন ডমিঙ্গো।
তিনি বলেন, ‘ফলাফল হয়তো অতো ভালো না। কিন্তু টেস্টেও আমরা উন্নতি করেছি। টেস্ট দলে ভারসাম্য এসেছে। সেরা খেলোয়াড়রাই এখন টেস্ট খেলছে। আমরা আশাবাদী। নিউজিল্যান্ডে টেস্ট জয় ও দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয় থেকে আমরা অনুপ্রেরণা নেব।’
কিছু মূল ক্রিকেটার আইপিএলে চলে যাওয়ায় টেস্টে দক্ষিণ আফ্রিকার শক্তি খয়ে গেছে। পেস আক্রমণে বাতাসটা লেগেছে বেশি। কাগিসু রাবাদা-লুঙ্গি এনগিডি টেস্টে না থাকলেও প্রোটিয়াদের ব্যাকআপ শক্তিশালী বলে একদিন আগে মন্তব্য করেছেন বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তার সঙ্গে সুর মিলিয়ে ডমিঙ্গো জানালেন, নির্ভার থাকার সুযোগ নেই।
টাইগার হেড কোচ বলেন, ‘তাদের ব্যাটিংয়ে গভীরতা আছে। বোলারও ভালো। পেস অ্যাটাকা অনভিজ্ঞ হওয়ায় একটু সুবিধা পাবো। ওরা দলে জায়গা ধরে রাখতে খেলবে। তবে এটা নিয়ে বেশি মাতামাতি চাচ্ছি না। দিনশেষে তারা দক্ষিণ আফ্রিকান।’
মন্তব্য করুন