পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা পদত্যাগ করতে যাচ্ছেন। বোর্ডের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন নাজাম শেঠি। পাকিস্তানের সংবাদ মাধ্যম এমনই দাবি করেছে।

শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে সমর্থন হারিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। তার নেতৃত্ব হারানোয় বন্ধু ও সতীর্থ রমিজ রাজা পিসিবি চেয়ারম্যানের পদ হারাচ্ছেন বলে গুঞ্জন ওঠে।

ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারানোয় নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন মুসলিম লীগ নেতা শাহবাজ শরীফ। তার সঙ্গে ৭৩ বছর বয়সী সাংবাদিক ও ব্যবসায়ী নাজাম শেঠির সম্পর্ক ভালো হওয়ায় তিনিই দায়িত্ব পাবেন বলে দাবি করা হয়েছে। নাজাম এর আগেও পিসিবির পদে ছিলেন।

সংবাদ মাধ্যম দাবি করেছে, দুবাইতে আইসিসির সভায় থাকা রমিজ রাজা দ্রুতই পদত্যাগ করবেন। নতুন মেয়াদে নাজাম দায়িত্ব নেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। পিএসএল নিয়ে তার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা ছিল, সেটা বাস্তবায়ন করতে পারেননি। নিজের কাছের কিছু লোক নিয়ে এবার সেগুলো করতে চান তিনি।

ক্ষমতাবলে পিসিবি’র চিফ অব প্যাট্রোনের দায়িত্ব পালন করেন দেশটির প্রধানমন্ত্রী। ওই ক্ষমতাবলে রমিজকে চেয়ারম্যান করেছিলেন ইমরান খান। নতুন প্রধানমন্ত্রী এসে ওই ক্ষমতাবলে নতুন চেয়ারম্যার নিয়োগ দিতে পারবেন। পিসিবি’র চেয়ারম্যান হয়ে অল্প দিনেই বেশ কিছু ভালো কাজ করেছেন রমিজ। সম্প্রতি অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরেও বড় কৃতিত্ব দিতে হবে তাকে।