দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হেড কোচ মার্ক বাউচারের বিরুদ্ধে গত জানুয়ারিতে অসদাচরণের বেশ ক’টা অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে বর্ণবাদী আচরণের অভিযোগও আছে। আগামী মে’তে তার শুনানিও হবে। এছাড়া দল হিসেবে দক্ষিণ আফ্রিকা ভালো-খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রিকেট সাউথ আফ্রিকা সেজন্য তাকে কোচের পদ থেকে সরিয়ে দিতে চায়।

দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে সাবেক এই ক্রিকেটারের ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছে। তিনি ওই চুক্তির মেয়াদ সম্পন্ন করতে চান কিনা, দায়িত্ব চালিয়ে যেতে ইচ্ছুক কিনা সেসব বিষয়ে কিছু বলছেন না। তবে তিনি স্বীকার করেছেন, কোচের কাজটা কঠিন হয়ে পড়েছে। কিছু কিছু বিষয় তিনি উপভোগ করছেন, কিছু আবার উপভোগ করছেন না।

বাউচার বলেছেন, ‘এটা কঠিন হয়ে পড়েছে। আমি এই ছেলেদের কোচিং করানোটা উপভোগ করছি। ভালো কিছু ক্রিকেটার পেয়েছি। তাদের আশপাশে থাকতে, উন্নতি দেখতে আমার ভালো লাগে। এর বাইরে, কোচিং রোলটা উপভোগ করছি এটা বলা কঠিন। আমার সামনে যেসব খড়গ ঝুলিয়ে রাখা হয়েছে, তাতে কারো এটা উপভোগ করার কথা নয়।’

অসদাচরণের অভিযোগে সিনিয়র আইনজীবী টেরি মটুর শুনানিতে উপস্থিত হতে হবে বাউচারের। তবে ওই শুনানির ওপর তার দায়িত্ব চালিয়ে যাওয়া না যাওয়ার বিষয়টি নির্ভর করছে না। বরং তিনি দায়িত্ব চালিয়ে যেতে চান কিনা এবং দলটাকে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী কিনা ওই বিষয়ে জানতে চায় বোর্ড।

বিষয়টি নিয়ে বাউচার বলেন, ‘আমি প্রতিযোগিতা পছন্দ করা মানুষ। সেরা দলের সঙ্গেই আপনি সবসময় নিজেকে পরীক্ষা করতে চাইবেন। সম্প্রতি আমরা ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছি। কঠিন সিরিজ ছিল। ক্রিকেটার হিসেবে আমি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সফর করেছি। খুবই কঠিন সিরিজ ছিল। তাদের বিপক্ষে লড়তে পারা খুবই ভালো ব্যাপার। দেখা যাক, সামনে কী হয়।’