- খেলা
- টেস্ট মর্যাদা পেয়েও খেলতে পারছে না টাইগ্রেসরা
টেস্ট মর্যাদা পেয়েও খেলতে পারছে না টাইগ্রেসরা

ছবি: ফাইল
গত বছর নারী ক্রিকেটে যুগান্তকারী এক সিদ্ধান্ত নেয় আইসিসি। টেস্ট খেলুড়ে দেশগুলোর নারী দলকেও টেস্ট ও ওয়ানডে মর্যাদা দেওয়া হয়। বাংলাদেশ নারী দলের ওয়ানডে স্ট্যাটাস থাকলেও টেস্ট মর্যাদা ছিল না। এক বছর আগে মর্যাদা পেলেও সহসাই টেস্ট খেলতে পারছে না বাংলাদেশ নারী দল।
কারণ দেশে এখন পর্যন্ত নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট চালু হয়নি। নারী ক্রিকেটের এফটিপিতে লাল বলের খেলা নেই বাংলাদেশের।
বিসিবি নারী বিভাগের সমন্বয়ক তৌহিদ মাহমুদ বলেন, 'কভিডের কারণে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট নিয়ে কাজ করা সম্ভব হয়নি। এখন আমরা খেলি ৫০ এবং ২০ ওভারের ম্যাচ। লাল বলের ক্রিকেট চালুর প্রক্রিয়া চলছে। টেস্ট খেলার আগে অন্তত মেয়েদের প্রস্তুত করতে হবে। সেটা দুই দিন হোক বা চার দিনের ম্যাচ খেলতে হবে।'
আপাতত টেস্ট খেলতে না পারলেও আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ। ২০২২ থেকে ২০২৫ সালের সাইকেলে চ্যাম্পিয়নশিপ খেলবে ১০ দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
ছেলেদের বিশ্বকাপ সুপার লিগের মতো মেয়েদের চ্যাম্পিয়নশিপেও আট দলের বিপক্ষে হোম এবং অ্যাওয়েতে চারটি করে সিরিজ খেলবে। ইংল্যান্ড ছাড়া বাকি আট দলের বিপক্ষে সিরিজ পাবে বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের সেরা পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলবে। তৌহিদ মাহমুদ জানান, নূন্যতম তিন ম্যাচের সিরিজ নির্ধারণ করা হয়েছে। কোনো দেশ চাইলে বেশি ম্যাচ আয়োজন করতে পারবে।
মন্তব্য করুন