ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াই জমে উঠেছে। লিগে ম্যাচ বাকি আছে সাতটি। ম্যানচেস্টার সিটি এগিয়ে আছে এক পয়েন্টে। ওদিকে গোল ব্যবধানে এগিয়ে লিভারপুল। কোন এক দল শেষ সাত লড়াইয়ে পা হড়কালেই শিরোপার পথ থেকে ছিটকে পড়বে।

মৌসুমে লিভারপুল-ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াইয়ে আছে। লিগ জয়ের লড়াইয়েও আছে। যেকোন দল যেমন ডাবল-ট্রেবল জিততে পারে। তেমনি খালি হাতেও মৌসুম শেষ করতে পারে। কাঙ্খিত ওই শিরোপার লড়াইয়ে কোন দলের পথটা সহজ?

সাত প্রতিপক্ষের বিচারে ম্যানসিটি কিছুটা এগিয়ে আছে। কারণ ওয়েস্ট হ্যাম ছাড়া টপ সেভেনের কোন প্রতিপক্ষের বিপক্ষে শেষ সাত ম্যাচে খেলতে হবে না সিটিজেনদের। অন্যদিকে লিভারপুলের খেলতে হবে ম্যানইউ-টটেনহ্যামের বিপক্ষে। টেবিলে শেষের দিকে থাকলেও এভারটনের বিপক্ষে ডার্বি ম্যাচও আছে। 

ম্যানসিটির প্রতিপক্ষ: 

২০ এপ্রিল-ব্রাইটন (হোম)। 

২৩ এপ্রিল-ওয়াটফোর্ড (হোম)। 

৩০ এপ্রিল-লিডস (অ্যাওয়ে)। 

৮ মে-নিউক্যাসল (হোম)। 

১৫ মে-ওয়েস্ট হ্যাম (অ্যাওয়ে)। 

২২ মে-অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)।

টিবিডি-উলভস- (অ্যাওয়ে)।


লিভারপুলের প্রতিপক্ষ: 

১৯ এপ্রিল- ম্যানইউ (হোম)।

২৪ এপ্রিল- এভারটন (হোম)।

৩০ এপ্রিল-নিউক্যাসল (অ্যাওয়ে)।

৭ মে-টটেনহ্যাম (হোম)। 

১০ মে-অ্যাস্টন ভিলা (অ্যাওয়ে)। 

১৫ মে-সাউদাম্পটন (অ্যাওয়ে)। 

২২ মে- উলভস (হোম)।