- খেলা
- আইপিএলে দল না পাওয়ায় দুঃখ নেই মরগ্যানের
আইপিএলে দল না পাওয়ায় দুঃখ নেই মরগ্যানের

কলকাতা তো বটেই, কোনও দলই নিলামে তাকে নিতে আগ্রহ দেখায়নি। দল না পেয়ে এত দিনে মুখ খুললেন ইংল্যান্ডকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক। জানালেন, এবার খেলার সুযোগ না পাওয়ায় খুব একটা দুঃখ পাননি তিনি।
আইপিএল প্রসঙ্গে মরগ্যান বলেন, 'সত্যি বলতে খুব একটা খারাপ লাগছে না। বিশ্বের সেরা প্রতিযোগিতায় খেলতে পারার অভিজ্ঞতা অবশ্য সম্পূর্ণ আলাদা। আইপিএলে যে কয়েক বছর খেলেছি অনেক ভাল মুহূর্তের সাক্ষী থেকেছি। অনেক কিছু শিখেছি। সেই অভিজ্ঞতা আমাকে আরও পরিণত করেছে।'
এবারের মৌসুমে সুযোগ না পাওয়ায় পরিবারের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে পারছেন মরগ্যান। সামনের লম্বা ক্রিকেট মৌসুমের আগে এই বিশ্রাম প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি। মরগ্যান বলেন, 'এর পরে একেবারে বিশ্বকাপ পর্যন্ত টানা ক্রিকেট রয়েছে। তাই তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে খুব ভাল লাগছে।'
২০২১ সালে কলকাতার অধিনায়ক থাকলেও ব্যাট হাতে ভাল করতে পারেননি মরগ্যান। ১৭ ম্যাচে মাত্র ১৩৩ রান করেন। কলকাতার অধিনায়ক হিসেবে এক মৌসুমে সব থেকে কম রান করার রেকর্ড করেন মরগ্যান। তাই দলকে ফাইনালে তুললেও তাকে ধরে রাখেনি নাইট রাইডার্স।
মন্তব্য করুন