গত বছরের মার্চে নাইজেরিয়ান নাগরিকত্ব বাতিল করা এলিটা কিংসলে হয়ে যান বাংলাদেশি। দেশি ফুটবলার হিসেবে গত মৌসুমে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে জড়িয়েছিলেন এ ফরোয়ার্ড। নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়ায় লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নও দেখতে থাকেন এলিটা। যদিও বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফা এবং এএফসি থেকে ছাড়পত্র পাননি তিনি। তবে জামাল ভূঁইয়ার সতীর্থ হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছেন কিংসলে। তার পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ক্লাব বসুন্ধরা কিংস। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে যে ছয়টি ম্যাচ খেলেছেন তার মধ্যে চারটিতেই বদলি হিসেবে নেমেছিলেন। যে কারণে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে কিংসের জার্সিতে দেখা যাবে না তাকে। ধারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে লিগের বাকি ম্যাচ খেলবেন বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। আজই মোহামেডানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে এলিটার। দুবাইয়ের এসপারেস একাডেমি থেকে আসা ওবায়দুর রহমান নবাবকেও ছেড়ে দিচ্ছে বসুন্ধরা। ফিরতি লেগে এলিটার সঙ্গে তিনিও খেলবেন মোহামেডানে। কিংসের মুরসালিনও লোনে সাদা-কালো জার্সি গায়ে জড়াবেন বলে জানা গেছে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে বসুন্ধরার হয়ে ৯ ম্যাচে তিন গোল করেছিলেন এলিটা। ৩২ বছর বয়সী এ ফরোয়ার্ডের কাছে এবার প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু বিদেশিদের ভিড়ে খুব একটা সুযোগ মেলেনি তার। লিগে চার ম্যাচেই খেলেছেন বদলি হিসেবে। এর মধ্যে সর্বশেষ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বদলি নেমে করেন জোড়া গোল। দলকে হার থেকে বাঁচিয়ে এনে দেন মূল্যবান এক পয়েন্ট। লিগে এখন পর্যন্ত পাঁচ গোল করলেও কিংসলের পারফরম্যান্স মনে ধরেনি ক্লাব কর্তাদের। তার ওপর মধ্যবর্তী দলবদলে ভালো মানের বিদেশি ফরোয়ার্ড ও মিডফিল্ডার আনার চেষ্টা করছে বসুন্ধরা কিংস। জোনাথন ফার্নান্দেজ চলে যাওয়ার পর তার শূন্যস্থান পূরণের সঙ্গে আক্রমণভাগেও শক্তি বাড়াতে চায় তারা। এমনিতেই প্রথম একাদশে সুযোগ কম পান, বিদেশি আসলে তো সাইড বেঞ্চে বসে থাকতে হবে এলিটাকে। তাই ধারে মোহামেডানে যোগ দিচ্ছেন কিংসলে। 

মোহামেডানের একটি সূত্রও জানিয়েছে যে তারা এলিটাকে আনছে, 'এলিটা, নবাব, মুরসালিন-তিনজনকে আমরা বসুন্ধরা থেকে আনছি। সবকিছু চূড়ান্ত পর্যায়ে। আগামীকাল (আজ) আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব। কাগজে-কলমে আজই তারা আমাদের হয়ে যাবেন।' এ প্রসঙ্গে জানতে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। আর যাকে নিয়ে এত আলোচনা সেই এলিটাও ঠিকানা বদলের ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি, 'আমি জানি না। এটা সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপার।'

লিগের বাকি ১১ ম্যাচের ৮টিই মোহামেডান খেলবে হোম ভেন্যু কুমিল্লায়। লাকি ভেন্যুতে জ্বলে ওঠার আশায় থাকা সাদা-কালো দলে বেশ কয়েকটি পরিবর্তন আনছে। ছেড়ে দিয়েছে অভিজ্ঞ মামুনুল ইসলামকে। এলিট একাডেমির মিরাজ, বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী নাবীলকে দলে নিয়েছে তারা।