- খেলা
- নাসুমের বক্তব্যকে 'মিথ্যা' বলে চট্টগ্রামের তদন্ত দাবি
নাসুমের বক্তব্যকে 'মিথ্যা' বলে চট্টগ্রামের তদন্ত দাবি

বিতর্ক যেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পিছু ছাড়ছে না। এবার টুর্নামেন্ট চলাকালে মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক নাটক হয়েছে। আসর শেষ হওয়ার দেড় মাস পর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে পারিশ্রমিক না পাওয়াসহ নানা অভিযোগ করেছেন নাসুম আহমেদ।
বাঁহাতি এ স্পিনারের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী তাকে পারিশ্রমিক দেয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। এখন নাকি তার ফোনও ধরেন না ফ্র্যাঞ্চাইজিটির কর্তাব্যক্তিরা। আর বিপিএল চলাকালে তার রুমমেট কভিড পজিটিভ হওয়ার পরও নাকি তাকে ওই রুমেই থাকতে বাধ্য করা হয়েছিল। তবে নাসুমের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিক কেএম রিফাতুজ্জামান।
গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনটি কিস্তিতে ব্যাংকের মাধ্যমে নাসুমের পুরো পারিশ্রমিক ৩৫ লাখ টাকা (ভ্যাটসহ) তারা বুঝিয়ে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এসব ডকুমেন্টস তারা জমা দিয়েছেন বলেও জানান তিনি। তবে নাসুম নাকি তাদের কাছে দাবি করেছিলেন, তার ট্যাক্সের টাকা যদি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ দিয়ে দেয় তাহলে সে কৃতজ্ঞ থাকবে। বিপিএলের নিয়ম অনুসারে সেটা তারা করতে পারেন না বলেও জানান তিনি। কারণ ভ্যাটের টাকা ক্রিকেটারকে নিজে পরিশোধ করতে হয়।
নাসুমের ফোন না ধরার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন রিফাতুজ্জামান। ক'দিন আগে তিনি বিদেশি থাকা অবস্থায় হোয়াটসঅ্যাপে নাসুমের সঙ্গে কথা হয়েছে। তখন নাকি তিনি আশ্বাস দিয়েছিলেন, দেশে ফিরে তিনি বিষয়টি দেখবেন। এর মধ্যেই নাসুম গণমাধ্যমে তাদের নামে মিথ্যা অভিযোগ করেন। কভিড প্রসঙ্গে যে অভিযোগ করেছেন সেটিও সত্য নয় বলে দাবি তার। নাসুমের অভিযোগ নিয়ে বিসিবিকে তদন্তের আহ্বানও জানান তিনি। এবারের বিপিএলে ড্রাফটের আগেই নাসুমকে দলে নিয়েছিল চট্টগ্রাম।
মন্তব্য করুন