- খেলা
- সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা
সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সরকার বৈদেশিক মুদ্রা সংকটে ভুগলেও দেশটির ক্রিকেট বোর্ডে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিসিবির লঙ্কান কোচ চম্পকা রমানায়েকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভারও বিশ্বাস, এসএলসি জাতীয় এবং আন্তর্জাতিক কার্যক্রম চালাতে পারবে।
গতকাল বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীও জানান, নির্ধারিত সময়েই বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা টেস্ট দল। তিনি বলেন, 'জাতীয় দলের সঙ্গে যে সিরিজ সেটা নির্ধারিত সময়েই আছে। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তারা বলেছে যথাসময়ে বাংলাদেশ সফর করবে।'
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশ আসার কথা শ্রীলঙ্কার। ১৫ থেকে ১৯ মে চট্টগ্রামে আর ২৩ থেকে ২৭ মে মিরপুরে সিরিজ খেলবে তারা। লঙ্কায় অর্থনৈতিক মন্দা নিয়ে লঙ্কাকাণ্ড হলেও ক্রিকেটীয় কার্যক্রমে তেমন প্রভাব ফেলতে পারেনি। দেশটিতে ঘরোয়া ক্রিকেট চলছে। জাতীয় দলের কার্যক্রমও ঠিকঠাক পরিচালনার প্রস্তুতি নিচ্ছে এসএলসি।
মন্তব্য করুন