সাবেক টেস্ট অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে চার বছরের চুক্তিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জাস্টিন ল্যাঙ্গার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর এতদিন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদটা শূন্য ছিল। এই সময়টুকু ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তারই সহকারী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অবশেষে স্থায়ীভাবে দায়িত্ব পেলেন তিনি।

ম্যাকডোনাল্ডের নিয়োগের ব্যাপারে অজি ক্রিকেট বোর্ডের প্রধান নিক হুকলি বলেন, 'অ্যান্ড্রু ইতোমধ্যেই দেখিয়েছেন যে তিনি একজন দুর্দান্ত প্রধান কোচ। নিয়োগ প্রক্রিয়ার সময় তিনি যে ভবিষ্যৎ রূপরেখা দিয়েছেন তা চমৎকার ছিল। যা তাকে আমাদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।'

তিনি আরও বলেন, 'অ্যান্ড্রু, প্যাট এবং অ্যারনের নেতৃত্বে দলটি যেভাবে খেলেছে এবং পাকিস্তান সফরে যে সম্মান দেখানো হয়েছে তাতে আমরা গর্বিত। অ্যান্ড্রু স্থায়ীভাবে তার ভূমিকা পালন করতে পেরেছেন।'

ম্যাকডোনাল্ডের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ল্যাঙ্গারের অধীনে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ম্যাকডোনাল্ড ভিক্টোরিয়া এবং মেলবোর্ন রেনেগেডসকেও কোচিং করিয়েছেন। তার অধীনে শিরোপাও জিতছে দল দুটি। আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচও ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ম্যাকডোনাল্ড বলেন, 'এখন পর্যন্ত যাত্রাটি বিশেষভাবে আনন্দের এবং আগামীতে উত্তেজনায় ঠাঁসা সময়ের জন্য এমন দারুণ সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি।'