- খেলা
- আপনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল: মুমিনুল
আপনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল: মুমিনুল
-samakal-6256a55a63f52.jpg)
দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশের ৮ ক্রিকেটার। প্রথম ধাপে বুধবার দেশে ফিরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান।
সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ঢাকায় পা রেখে সাংবাদিকদের মুখোমুখি হন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি জানান, দলের প্রতি সবার প্রত্যাশা বেশি ছিল। অতীতে এমন খারাপ হয়েছে এবং সেটি কাটিয়ে উঠেছে দল।
দেশে ফিরে টেস্ট অধিনায়ক মুমিনুল জানিয়েছেন, 'আমাদের ওয়ানডে সিরিজ তো প্রত্যাশা অনুযায়ী ছিল। টেস্টে উন্নতির কথা যদি বলেন, আগামী দুই বছর বা সারাজীবনই খেলি উন্নতির শেষ নাই। টেস্ট ক্রিকেট ওয়ানডের মতো না। পাঁচ দিনের খেলায় সব বিভাগেই ভালো খেলা গুরুত্বপূর্ণ। ভালো জায়গায় বল করা, সেশন অনুযায়ী ও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা। আমি সবসময় বলি টেস্ট ক্রিকেটে আমাদের আরো উন্নতি করতে হবে।'
যেভাবে বাংলাদেশ ম্যাচ হেরেছে তাতে টেস্ট খেলার মতো মানসিকতা আছে কি না তা নিয়ে আরেকবার প্রশ্ন উঠছে। তবে মুমিনুলের কাছে এটি স্বাভাবিকই মনে হয়েছে, 'এরকমটা কিন্তু অনেকবারই হয়েছে। বাংলাদেশেও কিন্তু হয়েছে। আপনাদের হয়তো প্রত্যাশা বেশি ছিল। অনেকেই মনে করছেন একটা টেস্ট জিতে আমরা হয়তো বিশ্বের এক বা দুই নম্বর দল হয়ে গেছি। ওয়ানডেতে তো আমরা অনেক স্থিতিশীল টিম, টেস্টে না। সেটাও আমাদের বুঝতে হবে। নড়বড়ের কিছুই হয়নি।'
দক্ষিণ আফ্রিকায় এবার সফরে মুমিনুলের মোট রান ১৩। মুমিনুল কি চাপে আছেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'জো রুট কিন্তু গত এক বছরে ৬-৭টা সেঞ্চুরি করেছে। তারপরও তার ওপর চাপ আছে। অধিনায়কত্ব এমন একটা জিনিস, যেখানে আপনি পারফর্ম না করলে চাপ আসবেই। আর এই লেভেলে অধিনায়কত্ব করলে চাপ নিতে হবে। এসব নিয়ে আমি চিন্তিত না। চাপ আসা মানে আপনার বিকাশ হওয়া, যেটা আমি বিশ্বাস করি। আপনি যত চাপ নিবেন, আপনার খেলায় তত উন্নতি হবে।'
মন্তব্য করুন