টোকিও অলিম্পিকে সেইলিং ইভেন্টে তিউনিশিয়ার প্রতিনিধিত্বকারী সেইলর ১৭ বছর বয়সী ইয়া গুয়েজগুয়েজের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, জাতীয় দলের প্রশিক্ষণের সময় পানিতে ডুবে মারা যান তিনি।

তারা যমজ দুই বোন নৌকায় করে জাতীয় দলের সেইলিং অনুশীলনে বের হয়েছিলেন। এ সময় প্রচণ্ড বেগে বাতাস আঘাত হানে নৌকাটিতে। উদ্ধারকারীরা সারাকে উদ্ধার করতে পারলেও ডুবে মারা যান তার বোন ইয়া গুয়েজগুয়েজ। 

গুয়েজগুয়েজের মৃত্যুতে শোকাহত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ। তিনি বলেছেন, 'সেইলর ইয়া গুয়েজগুয়েজের মৃত্যুতে আমি ভীষণ মর্মাহত। অথচ সে ছিল প্রেরণাদায়ী এক প্রতিভা। পাশাপাশি তার প্রজন্মের অ্যাথলেটদের মাঝে রোল মডেলও।'

তিনি আরো বলেন, 'আশা করেছিলাম ইয়া ও তার যমজ বোন সারার অংশগ্রহণ সবখানে মেয়েদের প্রেরণা হয়ে কাজ করবে। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও তিউনিসিয়ার অলিম্পিক কমিউনিটির প্রতি আমাদের সমবেদনা।'