- খেলা
- নারী অফিসিয়ালকে ঢুস মেরে বরখাস্ত ব্রাজিলিয়ান কোচ
নারী অফিসিয়ালকে ঢুস মেরে বরখাস্ত ব্রাজিলিয়ান কোচ

ছবি-টুইটার
ঘটনাটি ঘটে ব্রাজিলের পঞ্চম স্তরের এক লিগে ডেসপোর্তিভো ফেরোভিয়ারিয়া ও নোভা ভেনেসিয়ার মধ্যকার ম্যাচে। একটি সিদ্ধান্ত নিয়ে বাকবিতণ্ডার শুরু। এক পর্যায়ে নারী অফিশিয়াল মার্সিয়েল্লিকে মাথা দিয়ে ঢুস মেরে বসেন দেসপোর্তিভো ফেরোভিয়ারিয়ার কোচ রাফায়েল সোরিয়ানো। মাঠে তৎক্ষণাৎ তাকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেন।
এরপর সে ঘটনায় তাকে কোচের পদ থেকেই ছাঁটাই করেছে দেসপোর্তিভো ফেরোভিয়ারিয়া। ম্যাচটিতে নোভা ভেনেসিয়া ৩-১ গোলে ফেরোভিয়ারিয়াকে হারিয়ে কাম্পেওনাতো কাপিজাবার সেমিফাইনালে উঠেছে।
এক আনুষ্ঠানিক বিবৃতিতে সোরিয়ানোকে বরখাস্তের খবর জানায় ফেরোভিয়ারিয়া। বিবৃতিতে বলা হয়, 'ডেসপোরতিভো ফেরোভিয়ারিয়া জনসাধারণকে অবহতি করতে চায় যে, এই ক্লাব শারীরিক, মৌখিক, নৈতিক কিংবা মানসিক, বিশেষ করে নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। আমরা সহকারী রেফারি মার্সিয়েল্লি নেত্তোর প্রতি সহানুভূতি জানাই। আমরা আপনাদের আরো জানাই যে, যা ঘটেছে, তার জন্য কোচ রাফায়েল সোরিয়ানোকে ক্লাব থেকে বরখাস্ত করা হয়েছে।'
মন্তব্য করুন