দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের প্রাপ্তির খাতায় সবচেয়ে বড় নাম তাইজুল ইসলাম। বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও এক টেস্ট খেলে সেখানেই আলো ছড়িয়েছেন তাইজুল। তবে পারফরম্যান্স করতে না পারায় অবনতি হয়েছে বাংলাদেশের ব্যাটারদের।

দ্বিতীয় টেস্টে মাঠে নেমে দুই ইনিংসে ৯ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। তার পুরষ্কার পেয়েছেন র‍্যাংকিংয়ে। আইসিসি ঘোষিত সর্বশেষ র‍্যাংকিংয়ে ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন তিনি। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে অবস্থান তাইজুলের। বাঁহাতি এই স্পিনারের পাশাপাশি এগিয়েছেন খালেদ আহমেদও। দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে ২২ ধাপ এগিয়েছেন এই পেসার। ৯৮তম স্থানে রয়েছেন তিনি। 

অপরদিকে ব্যাটিংয়ে পিছিয়েছেন লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। টাইগারদের হয়ে সবার ওপরে থাকা লিটন দাস তিন ধাপ পিছিয়ে রয়েছেন ২০তম স্থানে। এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে মুশফিক ও দুই ধাপ নেমে ৩৫ নম্বরে রয়েছেন তামিম। ব্যাটিং ব্যর্থতায় বড় অবনতি হয়েছে অধিনায়ক মুমিনুল হকের। ছয় ধাপ পিছিয়ে ৫০ নম্বরে রয়েছেন তিনি।