ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে কত জল্পনা, কত গুঞ্জন। ম্যানচেস্টার ইউনাইটেডে নতুন কোচ এসে তাড়িয়ে দেবেন তাকে এই আলাপ যখন তুঙ্গে তখনই হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। টেবিলের শেষ দল নরউইচ সিটির বিপক্ষে দলকে এনে দিলেন ৩-২ গোলের জয়। বাঁচালেন শেষ চারে থেকে মৌসুম শেষ করার আশা।

শেষ চারের বড় দাবিদার টটেনহ্যাম ও আর্সেনাল। এর মধ্যে এগিয়ে থাকা স্পার্সদের ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট। তবে দলটি শনিবারের ম্যাচে ব্রাইটন এন্ড আলবিয়নের বিপক্ষে ১-০ গোলে হেরেছে। সংবাদটি নিয়েই মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৭ মিনিটে অ্যান্তোনিও ইলাঙ্গার পাস ধরে গোল করে রোনালদো সুযোগটা নেওয়ার পথ রচনা করে দেন।

ম্যাচের ৩২ মিনিটে পর্তুগিজ যুবরাজ করেন নিজের দ্বিতীয় গোল। ব্রাজিলিয়ান লেফট ব্যাক অ্যালেক্স টেলাস তাকে গোলে সহায়তা দেন। এরপর দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে ম্যানইউ। প্রথমার্ধের যোগ করা সময়ে নরউইচ সিটি গোল করে। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল করে রেড ডেভিলসদের পয়েন্ট খাওয়ার হুমকি দেয়।

ম্যানইউতে ফিরে রোনালদোর দ্বিতীয় হ্যাটট্রিক। ছবি: এএফপি

কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তা হতে দেননি। ম্যানইউতে ফিরে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করে দলকে জয় এনে দেন তিনি। ম্যাচের ৭৬ মিনিটে সিআরসেভেন করেন নিজের তৃতীয় গোল। দলকে এনে দেন অসাধারণ এক জয়। গোল ব্যবধানে ম্যানইউ পিছিয়ে থাকায় এখন ছয় ম্যাচে টটেনহ্যামের চারটি পয়েন্ট হারানোর প্রার্থনা করতে হবে।

শেষ চারের আরেক দাবিদার আর্সেনালও শনিবার লিগ ম্যাচে হেরেছে। সাউদাম্পটনের বিপক্ষে মিকেল আর্তেতার দল ১-০ গোলে পরাস্ত হয়ে মাঠ ছেড়েছে। শেষ চারের বড় দাবিদার আর্সেনালের ৩১ ম্যাচে ম্যানইউ-এর সমান ৫৪ পয়েন্ট। এই ম্যাচে দলটি জিতলে শেষ চারের স্বপ্নের পালে বড় হাওয়া লাগতো তাদের।