- খেলা
- শ্রীলঙ্কার কোচ হলেন জয়দের গুরু নাভিদ
শ্রীলঙ্কার কোচ হলেন জয়দের গুরু নাভিদ

ছবি: ফাইল
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সঙ্গে জড়িয়ে গেছে নাভিদ নেওয়াজের নাম। বাংলাদেশ তার হাত ধরেই ক্রিকেটে প্রথম বৈশ্বিক শিরোপা জিতেছে। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের কোচ ছিলেন তিনি। ওই নাভিদকে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
রোববার লঙ্কান বোর্ড নিশ্চিত করেছে, দুই বছরের চুক্তিতে দলটির সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ইংল্যান্ডের সাবেক কোচ ক্রিস সিলভারউডকে হেড কোচের দায়িত্ব দিয়েছে বোর্ডটি। তার কোচিং প্যানেলে কাজ করবেন নাভিদ।
মূল দলের কোচের দায়িত্ব নিয়ে নাভিদের প্রথম অ্যাসাইনমেন্ট বাংলাদেশ সিরিজ। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মে’র প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে লঙ্কানরা। তাদের কোচিং প্যানেলে পেস বোলিং কোচ হিসেবে আছেন চামিন্দা ভাস। স্পিন বোলিং কোচ হিসেবে আছেন পিয়াল বিজেতুঙ্গে ও ফিল্ডিং কোচ হিসেবে আছেন মনোজ আবেবিক্রমা।
নাভিদ শ্রীলঙ্কার হয়ে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছেন। বিসিবি’র সঙ্গে তার চুক্তি ছিল ২০২৩ সাল পর্যন্ত। কিন্তু জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আলোচনা শুরু হতেই তিনি চলতি বছরের মার্চে পদত্যাগ করেন।
মন্তব্য করুন