বিশ্বকাপের এখনও সাত মাস বাকি। এই সময়ে অনেকের বিশ্বকাপ স্বপ্ন ভাঙবে, নতুন তারকার আবির্ভাব হবে। তিনটি দলের নামও চূড়ান্ত হয়নি। কিন্তু এখনই জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ‘ইএসপিএন’ বিশ্লেষণ করে কাতার বিশ্বকাপের ফলাফল বের করে ফেলেছে! গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত প্রতি ম্যাচের স্কোরও বলে দিয়েছে তারা।

তাদের বিশ্লেষণে ফাইনাল খেলবে ব্রাজিল ও ইংল্যান্ড। যেখানে ১-০ গোলে জিতে নাকি শেষ হাসি হাসবে ব্রাজিল! লিওনেল মেসির আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়বে!

তাদের বিশ্লেষণে বড় চমক গ্রুপ পর্বে র‌্যাংকিংয়ের দ্বিতীয় দল বেলজিয়ামের বাদ পড়া। ৩৬ বছর পর বিশ্বকাপে পা রাখা কানাডা নাকি ২-১ গোলে হারিয়ে বিদায় করে দেবে বেলজিয়ামকে। গ্রুপ ‘এফ’ থেকে বাদ পড়বে রানার্স আপ ক্রোয়েশিয়াও। ওই গ্রুপ থেকে নাকি দ্বিতীয় রাউন্ডে যাবে পুঁচকে মরক্কো ও কানাডা।

গ্রুপ ‘এইচ’ থেকে পর্তুগালের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে যাবে দক্ষিণ কোরিয়া, বাদ পড়বে লাতিন জায়ান্ট উরুগুয়ে। সুয়ারেজ ও কাভানির উরুগুয়ে ০-১ গোলে হারবে দক্ষিণ কোরিয়ার কাছে। গ্রুপ পর্বে বড় দলগুলোর মধ্যে ব্রাজিল নাকি ২-০ গোলে সার্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। আর্জেন্টিনা প্রথম ম্যাচে ৩-০ গোলে সৌদি আরবকে হারাবে।

ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ২-০ গোলে ইরানকে হারাবে। তবে ডাচরা ১-১ গোলে সেনেগালের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করবে। গ্রুপ ‘ডি’ থেকে চ্যাম্পিয়ন ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে যাবে ডেনমার্কের পেছনে থেকে! শেষ ষোলোয় ফ্রান্স-আর্জেন্টিনা মুখোমুখি হবে। তাতে এবারও কপাল  পুড়বে মেসিদের।

ইএসপিএনের বিশ্লেষণে দাবি করা হয়েছে, ২-১ গোলে জিতে কোয়ার্টারে যাবে ফ্রান্স। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ গোলে হারবে নেদারল্যান্ডস। ব্রাজিল ২-০ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং ইংল্যান্ড হারাবে সেনেগালকে। শেষ আটে নাম লেখাবে।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে স্পেনের। অতিরিক্ত সময়ে ২-১ গোলে নাকি জিতবে ব্রাজিল। জার্মানিও নাকি একই ব্যবধানে পর্তুগালকে হারিয়ে সেমিতে যাবে। ইংল্যান্ড ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে সেমিতে যাবে।

ইএসপিএনের মতে, সেমিতে ব্রাজিল ২-১ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে। অন্য সেমি ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে জার্মানিকে হারাবে ইংল্যান্ড। ১৮ ডিসেম্বরের ফাইনালে ব্রাজিল ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতবে। বিশ্লেষণটা অনেকের কাছেই ‘গল্পে গরু গাছে ওঠে’ বলেই মনে হবে।