- খেলা
- কোহলিকে অর্ডিনারি ভাবার পরামর্শ শোয়েবের
কোহলিকে অর্ডিনারি ভাবার পরামর্শ শোয়েবের

ছবি: ফাইল
জাতীয় দলের জার্সিতে রান খরায় আছেন বিরাট কোহলি। ব্যাটে রান না পাওয়ার চাপে পড়ে একে একে তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন তিনি। বিরাটের জন্য রানে ফেরার মঞ্চ ছিল আইপিএল। কিন্তু সেখানেও রান পাচ্ছেন না বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। তাকে তাই ‘অর্ডিনারি’ভেবে সামনে এগোনোর পরামর্শ দিয়েছেন শোয়েব আখতার।
সংবাদ মাধ্যম স্পোর্টসকিডার সঙ্গে আলাপে পাকিস্তানের সাবেক পেস তারকা বলেন, ‘কেউ রক্ষা পাবে না, এমনকি নামটি বিরাট কোহলি হলেও না। পারফরম্যন্স করতে না পারলে দল থেকে তিনিও বাদ পড়ে যেতে পারেন।’
কোহলির একটি সমস্যাও ধরে দিয়েছেন সাবেক গতি তারকা, ‘তার মধ্যে কী হচ্ছে সেটা আমি পরিষ্কার বলতে পারবো না। হয়তো কেউ বলতে পারবে না। তবে এমন হতে পারে, একসঙ্গে তার মাথার মধ্যে এক হাজার ভাবনা ঘুরছে। আমি তাকে একসঙ্গে বেশি বিষয়ে মনোযোগ না দিয়ে কেবল একটি বিষয়ে ফোকাস রাখতে বলবো। তাকে টিভি, জনসমাগম এড়াতে বলবো এবং নিজেকে অর্ডিনারি ক্রিকেটার ভাবার পরামর্শ দেব।’
শোয়েব আখতার মনে করেন, বিরাট কোহলি বড় মাপের ক্রিকেটার। তিনি এই খারাপ সময় কাটিয়ে উঠবেন। এরই মধ্যে ভক্তরা তার দিকে আঙুল তুলেছেন। তবে ক্রিকেটার এবং মানুষ হিসেবে কোহলি সাহসী। এটাই তাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে জানান শোয়েব। কোহলি রান না করলেও খারাপ করছে না ফ্যাফ ডু প্লেসির নেতৃত্বে চলা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ছয় ম্যাচে চার জয় পেয়েছে দলটি।
মন্তব্য করুন