- খেলা
- বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কার্তিক
বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কার্তিক

চলতি আইপিএলে দারুণ ফর্মে আছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উইকেটরক্ষক ব্যাটার দিনেশ কার্তিক। ৬ খেলায় ১৯৭ গড়ে রান করা এই ব্যাটারের স্ট্রাইকরেট ২১০। দিল্লি ও ব্যাঙ্গালুরুর গত রাতের ম্যাচে মুস্তাফিজের এক ওভারেই ২৮ রান তুলেছেন কার্তিক। ম্যাচসেরা ইনিংস খেলে তিনি জানান, সামনের বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলতে চান বয়স প্রায় ৩৭ ছুঁই ছুঁই কার্তিক।
২০২৩ বিশ্বকাপে খেলা প্রসঙ্গে কার্তিক বলেন, অবশ্যই আমার লক্ষ্য অনেক বড়। আমি খুব কঠোর পরিশ্রম করছি। মাঝেমধ্যে মানুষ এটা বিশ্বাস করতে চায় না। আমার লক্ষ্য হচ্ছে দেশের জন্য কিছু করা। ক্যারিয়ারের এই পর্যায়ে ভারতের জাতীয় দলে খেলতে যা যা করা প্রয়োজন সবই আমি করছি। আমি সেই পথেই এগিয়ে চলেছি। আমি বিশ্বাস করি চর্চার মাধ্যমেই আমি একটি পর্যায়ে পৌঁছাতে পারবেন। আপনি যখন এমন একটি ইনিংস খেলার পরিকল্পনা করবেন, তখন আপনাকে শান্ত হতেই হবে।
ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, 'ভারত বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে অনেকদিন আগে। সবশেষ ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। আমি ভারতকে আর একটি শিরোপা জেতাতে চাই। আর সেটা করতে হলে অনেক বিষয়ে আমাকে সতর্ক থাকতে হবে। এমন কিছু করে দেখাতে হবে যাতে মানুষ বলে যে, এই ছেলেটা বিশেষ কিছু করেছে।'
মন্তব্য করুন